Monday, June 16, 2025
Latestদেশ

পুলওয়ামায় এনকাউন্টারে খতম ৩ জঙ্গি

শ্রীনগর: দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রালে তিন সন্ত্রাসবাদীকে নিকেশ করল ভারতীয় নিরাপত্তা বাহিনী। ত্রালের দিবার গ্রামে অভিযান চালিয়ে, এই তিন জনকে খতম করা হয়েছে বলে খবর।

কাশ্মীর পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার ত্রালের ওই অঞ্চল অভিযান চালানো হয়েছিল। সন্ত্রাসবাদীদের উপস্থিতি বুঝতে পেয়ে এলাকাটি ঘিরে ফেলা হয়। জঙ্গিরা পালানোর পথ না পেয়ে গুলি চালানো শুরু করে। এর পরেই শুরু হয় গুলির লড়াই। দু’পক্ষের গুলির লড়াইয়ে ঘটনাস্থলেই নিহত হয় তিন সন্ত্রাসবাদী।


জম্মু-কাশ্মীর পুলিশের ইনস্পেক্টর জেনারেল বিজয় কুমার জানিয়েছেন, ৩ জঙ্গিকেই আমরা শনাক্ত করেছি। এরা বেশ কয়েক মাস আগে জঙ্গি দলে নাম লিখিয়েছিল। নিহত তিন সন্ত্রাসবাদীর নাম হল- জাঙ্গির রফিক ওয়ানি, রাজা উমর মকবুল ও উজির আমিন বাট।

বিজয় কুমার জানিয়েছেন, নিহতরা সকলেই কাশ্মীরের জঙ্গি সংগঠন আনসার গাজওয়া উল হিন্দ-এর সদস্য। ঘটনাস্থল থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ অস্ত্র উদ্ধার হয়েছে।