Friday, June 20, 2025
Latestদেশ

জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের ওপর এনকাউন্টারে খতম ৩ জইশ জঙ্গি

শ্রীনগর: শুক্রবার সকালে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের ওপর এনকাউন্টারে খতম ৩ জইশ-ই-মহম্মদের জঙ্গি। ঘটনায় আহত হয়েছেন এক পুলিশকর্মী। জঙ্গিরা পাকিস্তান থেকে এসেছিল ও জইশের সদস্য বলে খবর। কাশ্মীরে জঙ্গিদের জন্য অস্ত্র নিয়ে যাচ্ছিল এই জঙ্গিরা বলে পুলিশ জানিয়েছে।

শুক্রবার ভোর ৫টা নাগাদ শ্রীনগরগামী একটি ট্রাক আটকায় করে পুলিশ। জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং জানান, টোল প্লাজায় ট্রাকটিকে আটনোর চেষ্টা করলে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় পুলিশও। গুলির লড়াইয়ে খতম ৩ জইশ জঙ্গি। আহত হয়েছেন এক পুলিশকর্মী।


টোল প্লাজার সামনেই মৃত্যু হয় এক জঙ্গির। বাকি জঙ্গিরা পাশের জঙ্গলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তাদের ধাওয়া করে। জঙ্গলে এনকাউন্টারে খতম হয় আরও দুই জঙ্গি। পুলিশের সঙ্গে সন্ত্রাসবাদীদের খুঁজে বের করতে সাহায্য করে সিআরপিএফ ও অন্যান্য প্যারা কমান্ডোরা। ঘটনাস্থল থেকে প্রচুর গোলা-বারুদ ও রাইফেল উদ্ধার করা হয়েছে।

এই ঘটনার পর জাতীয় সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। পাশাপাশি, বিশেষ সতর্কতা হিসেবে নাগরোটায় সব স্কুল-কলেজ এদিনের মতো বন্ধ রাখা হয়।