Tuesday, March 25, 2025
Latestদেশ

বড় সাফল্য ভারতীয় সেনার, রামবানে এনকাউন্টারে খতম ৩ জঙ্গি

শ্রীনগর: শনিবার জম্মু ও কাশ্মীরে দিনভর জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে ৩ জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনা। তবে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলাকালীন নিহত এক সেনা জওয়ান। আহত হয়েছেন ২ পুলিশকর্মী। সূত্রের খবর অনুযায়ী, নিকেশ হওয়া ৩ জঙ্গিই হিজবুল গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল।

জানা গেছে, একজন স্থানীয়কে গৃহবন্দি করেছিল জঙ্গিরা। প্রায় ৫ ঘণ্টা লড়াইয়ের পর উদ্ধার করা হয়েছে ওই স্থানীয়কে। সংঘর্ষে নিকেশ হয়েছে ৩ জঙ্গি। শহিদ হয়েছেন এক জওয়ান।

শনিবার সকালে জম্মু ও কাশ্মীরে দুটি এনকাউন্টার এবং একটি গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। রামবান জেলার বাটোতে দুই জঙ্গি জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে একটি যাত্রীবাহী বাস থামানোর চেষ্টা করে। খবর পেয়ে সুরক্ষা বাহিনী এলাকা ঘিরে ফেলে এবং তল্লাশি অভিযান শুরু করে।

তবে নাগাড়ে বৃষ্টিপাত চলায় জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযানকে আরও জটিল হয়ে পড়ে। ৫ জন জঙ্গি একটি বাড়িতে ঢুকে সেটাকে কব্জা করে ফেলে। বাড়িতে প্রবেশের আগে তারা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলিও চালায়। নিরাপত্তা বাহিনী ৫ ঘন্টার লড়াইয়ে শেষপর্যন্ত জঙ্গিদের কবলমুক্ত করে বাড়িটি। জওয়ানদের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় ৩ জঙ্গি। বাকি ২ জঙ্গির খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে সেনা।

দ্বিতীয় ঘটনাটি ঘটেছে, নিয়ন্ত্রণ রেখার কাছে গেন্ডারবলে। সেখানে জঙ্গি হানা রুখে দেয় নিরাপত্তা বাহিনী। ভারতীয় জওয়ানদের গুলিতে দু’তিন জন জঙ্গি মারা গেছে বলে খবর। এদিকে, শ্রীনগরে জঙ্গিরা একটি জনবহুল এলাকার আশেপাশে একটি গ্রেনেড ছোঁড়ে। তবে ওই গ্রেনেড হামলার ঘটনায় কেউ আহত হয়নি।