একই দিনে করোনায় মৃত পশ্চিমবঙ্গের তিন চিকিৎসক
কলকাতা: রাজ্যজুড়ে করোনার দাপট বেড়েই চলেছে। রাতদিন এক করে করোনার বিরুদ্ধে লড়াই করে চলেছেন করোনা যোদ্ধারা। সোমবার একই দিনে মারণ করোনার কাছে হার মানলেন পশ্চিমবঙ্গের তিন চিকিৎসক। রাজ্যের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তাঁরা। সোমবার মৃত্যু হয় চিকিৎসক প্রদীপ ভট্টাচার্য, বিশ্বজিৎ মণ্ডল ও তপন সিংহের।
একই দিনে তিন চিকিৎসকের মৃত্যুতে শোকে বিহ্বল রাজ্যের চিকিৎসক মহল। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে পশ্চিমবঙ্গের ১৫ জন চিকিৎসক প্রাণ হারালেন।
উত্তর ২৪ পরগনার শ্যামনগর ফিডার রোড এলাকায় বিরাট জনপ্রিয় ছিলেন ডাঃ প্রদীপ ভট্টাচার্য৷ লকডাউন চলাকালীন এলাকার গরিব শ্রমিকদের বিনামূল্যে চিকিৎসা করেন তিনি। করোনা আক্রান্ত হওয়ায় তাঁকে ইএম বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
ব্যারাকপুরের চক্ষু বিশেষজ্ঞ ডাঃ বিশ্বজিৎ মণ্ডলকে বাইপাসের ধারে ফর্টিস হাসপাতালে ভর্তি করা হয়। ভেন্টিলেটরে সাপোর্টে রাখে হয়েছিল তাঁকে। আরেক চিকিৎসক, ডাঃ তপন সিনহা (৬৩) আলিপুরের কোঠারি হাসপাতালে দীর্ঘদিন ধরে হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন। সোমবার তিনজনেরই মৃত্যু হয়।
সামনের সারিতে দাঁড়িয়ে করোনার বিরুদ্ধে লড়াই করা এই তিন চিকিৎসকের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছে ওয়েস্টবেঙ্গল ডক্টরস ফোরাম, ডক্টরস ফর পেশেন্ট, অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিসেস ডক্টরস–সহ রাজ্যের বিভিন্ন চিকিৎসক সংগঠন।


