২৮ নভেম্বরের পর থেকে বিজেপিতে যোগদানের হিড়িক পড়বে: মুকুল রায়
কলকাতা: লোকসভা নির্বাচনের পর ফের ভোট রাজ্যে। এবার খড়গপুর সদর, করিমপুর এবং কালিয়াগঞ্জ–এই তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। ইতিমধ্যে তিন কেন্দ্রেই প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল, বামফ্রন্ট-কংগ্রেস এবং বিজেপি। তৃণমূল-বিজেপিকে রুখতে আসন্ন উপনির্বাচনে বাম-কংগ্রেস জোট করে লড়ছে। ২০১৬-র বিধানসভা নির্বাচনে করিমপুরে জয়লাভ করে তৃণমূল। খড়গপুর সদরে জেতে বিজেপি এবং কালিয়াগঞ্জে কংগ্রেস।
বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য মুকুল রায়ের দাবি, ২৮ নভেম্বর উপনির্বাচনের ফল ঘোষণার পর ফের বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক পড়ে যাবে। বৃহস্পতিবার মুকুল রায় বলেন, বিজেপি নিজের গতিতে এগোচ্ছে। সেই গতিতে কারও ইচ্ছে হলে আসবে, কারও ইচ্ছে হলে যাবে। পার্টি কাকে রাখবে, কাকে কাজ দেবে, কাকে কাজ দেবে না, এটা একান্তই পার্টির সিদ্ধান্ত।
এর আগে মুকুলবাবু দাবি করেছিলেন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বর কাছে ১০৭ জন বিধায়কের তালিকা জমা দিয়েছিলেন তিনি। অনেক তৃণমূল বিধায়ক বিজেপিতে যোগদান করতে চাইছেন বলে তিনি দাবি করেন।
প্রসঙ্গত, ২৫ নভেম্বর খড়গপুর সদর, করিমপুর ও কালিয়াগঞ্জ বিধানসভার উপনির্বাচন। ২৮ নভেম্বর ফলপ্রকাশ। মুকুল রায়ের দাবি, এই তিন বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে জয় পাবে বিজেপি। এখনও বিধায়করা গেরুয়া শিবিয়ে যোগ দেওয়ার ইচ্ছেপ্রকাশ করছে। ২৮ নভেম্বর ফলপ্রকাশের পর বিজেপিতে যোগের হিড়িক পড়বে।