Saturday, June 21, 2025
Latestদেশ

কাশ্মীরে ভয়াবহ তুষারধসে সেনা জওয়ান সহ মৃত ৮

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে ভয়াবহ তুষারধস। যার জেরে শহিদ হলেন ৩ সেনা জওয়ান। সোমবার বেলা একটা নাগাদ জম্মু ও কাশ্মীরের মাচিল সেক্টরের তুষারধসে ওই তিন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে বলে খবর। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন আরও এক সেনা জওয়ান।

অন্যদিকে, সেন্ট্রাল কাশ্মীরের সোনমার্গের কুলান গ্রামে তুষারধসে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘটনার উদ্ধারকাজ শুরু করেছে ওই এলাকার সেনা এবং পুলিশ। তুষারধসে চাপা পড়ে যান ৯ জন বলে জানা যায়। সারারাত উদ্ধারকাজ চালিয়ে ৪ জনকে বাঁচানো সম্ভব হয়। মৃত্যু হয় ৫ জনের।

ভয়াবহ তুষারধসে শ্রীনগর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে রয়েছে ওই এলাকা। সেই কারণে উদ্ধারকারী দল গাড়ি নিয়ে ওই এলাকায় সময়মতো পৌঁছাতে পারেনি। উদ্ধারকারী দল পায়ে হেঁটেই পৌঁছায় ওই এলাকায়।

এর আগে গত সপ্তাহেই জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখার শাহপুর সেক্টরে তুষারধসে এক সেনা জওয়ানের মৃত্যু হয়। পাশাপাশি, তিনজনকে বাঁচানো সম্ভব হয়।