দ্বিতীয় টি-২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারাল ভারত
চণ্ডীগড়: বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়ের জন্য ১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। প্রথম টি-২০ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয়টিতে জিতে তিন ম্যাচ সিরিজে ১— ০ ব্যবধানে এগিয়েও গেল ভারত।
এদিন আগে ব্যাট করতে নেমে ১৪৯ রান করেছিল প্রোটিয়ারা। ডি কক ৫২ রান করেন ও টেম্বা বাভুমা ৪৯ রান করেন। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৯ রান করে দক্ষিণ আফ্রিকা। দীপক চাহার দুটি এছাড়া সাইনি, জাদেজা, পান্ডিয়া একটি করে উইকেট পান।
কোহলির ৫২ বলে ৭১ রানের দৌলতে ওই রান টপকাতে একদমই কোন সমস্যা হয়নি ভারতের। ১২ বলে ১২ করে প্যাভিলয়নে ফেরেন রোহিত শর্মা। ধাওয়ান ও কোহলি জুটি শুরুটা ভালোই করে দেন। শিখর ধাওয়ান আর কোহলির করা ৬১ রানের জুটিতেই ম্যাচ চলে আসে হাতের মুঠোয়। ৩১ বলে ৪০ করে আউট হন। এদিনও ফ্লপ ঋষভ পন্থ। টি-২০ ক্যারিয়ারে ২১তম ফিফ করে ভারত অধিনায়ক বিরাট অপরাজিত থাকেন ৫১ বলে ৭১ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৪৯/৫ (ডি কক ৫৭, বাভুমা ৪৯ ; চাহার ২/২২)
ভারত: ১৯ ওভারে ১৫১/৩ (কোহলি ৭১*, ধাওয়ান ৪০; ফেহলেকুওয়ে ১/২০)
ফল: ভারত ৭ উইকেটে জয়ী
সিরিজ: ভারত ১-০ তে এগিয়ে
ম্যান অব দ্য ম্যাচ: বিরাট কোহলি