Monday, November 17, 2025
দেশ

বড়সড় সাফল্য ভারতীয় সেনার, ২০২০ সালে খতম ২৬ জঙ্গি কম্যান্ডার

নয়াদিল্লি: জঙ্গি দমনে বড়সড় সাফল্য ভারতীয় সেনার। চলতি বছর এখনও পর্যন্ত ২৬ জঙ্গি কম্যান্ডারকে খতম করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। জম্মু-কাশ্মীর পুলিশের এক শীর্ষ কর্তা এমনটাই জানিয়েছেন।

বৃহস্পতিবার জম্মু-কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল দিলবাগ সিং জানান, গত সাড়ে ৭ মাসে ২৬ শীর্ষ জঙ্গি নেতাকে এনকাউন্টারে নিকেশ করা হয়েছে। খতম করা জঙ্গিরা সন্ত্রাসবাদী সংগঠনের একদম শীর্ষে, নয়তো দ্বিতীয় পজিশনে ছিলেন। পাশাপাশি, ধ্বংস করা হয়েছে একাধিক জঙ্গি ঘাঁটি, উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র। রুখে দেওয়া হয়েছে একাধিক জঙ্গি অনুপ্রবেশ।

গত সাড়ে ৭ মাসে ২৬ শীর্ষ জঙ্গিকে নিকেশ করার ঘটনাকে বড় সাফল্য বলে উল্লেখ করেছেন দিলবাগ সিং। তিনি জানান, তাঁদের চূড়ান্ত লক্ষ্য হল কাশ্মীরি তরুণদের জঙ্গি দলে নাম লেখানো থেকে বিরত রাখা। সেই লক্ষ্যেই এগোচ্ছেন তাঁরা।

দিলবাগ সিং জানান, সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর থেকে কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশ কমেছে। সেইসঙ্গে কাশ্মীরে তরুণদের জঙ্গি সংগঠনে যোগ দেওয়ার প্রবণতাও অতীতের তুলনায় কমেছে।

উল্লেখ্য, গত বুধবারই কাশ্মীর থেকে ১০০ কোম্পানি কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্রীয় সরকার। এ প্রসঙ্গে দিলবাগ সিং বলেন, ধাপে ধাপে আরও বাহিনী কমিয়ে নেওয়া হবে।