৩৭০ ধারা বাতিলের পর জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদ কমেছে: ডিজিপি দিলবাগ সিং
শ্রীনগর: গত বছর সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়া হয়। এবং জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়। ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের সময় কেন্দ্র দাবি করেছিল এই সিদ্ধান্তে কাশ্মীরে সন্ত্রাসবাদ বন্ধ হবে। জানা গিয়েছে, গত এক বছরে কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ কমেছে।
বৃহস্পতিবার কাশ্মীর পুলিশের ডিজিপি দিলবাগ সিং জানান, সন্ত্রাসবাদ কমার পাশাপাশি কাশ্মীরি তরুণদের জঙ্গি সংগঠনে যোগ দেওয়ার প্রবণতাও কমেছে। সেজন্য কাশ্মীরের জনগণকে ধন্যবাদ জানান তিনি।
উল্লেখ্য, উপত্যকায় পরিস্থিতির উন্নতি হওয়ায় ১০০ কোম্পানি (১০ হাজার) সেনা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। এছাড়া ধীরে ধীরে টেলিফোন, মোবাইল ও ইন্টারনেট সংযোগ ফের চালু করা হচ্ছে।
দিলবাগ সিং জানান, জম্মু-কাশ্মীর থেকে ধাপে ধাপে আরও বাহিনী কমিয়ে নেওয়া হবে। এখন অতীতের তুলনায় উপত্যকায় জঙ্গি তৎপরতা কমেছে। কাশ্মীরি যুবারা পুলিশের আবেদনে সাড়া দিয়ে জঙ্গি দলে যোগদান থেকে বিরত থাকছে।
দিলবাগ সিং আরও জানান, চলতি বছরে ২৬ শীর্ষ জঙ্গিকে এনকাউন্টারে নিকেশ করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর জন্য এটা এককথায় বিরাট সাফল্য।


