আজ শুরু হচ্ছে ২৪তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
কলকাতা: ‘আনন্দের শহরে বিশ্ব সিনেমার উৎসব’ স্লোগান নিয়ে আজ থেকে শুরু হচ্ছে ‘২৪তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। শনিবার বিকালে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে প্রদীপ জ্বালিয়ে এ উৎসব উদ্বোধন করবেন অভিনেতা অমিতাভ বচ্চন। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শাহরুখ খান, জয়া বচ্চন, শর্মিলা ঠাকুর, সঞ্জয় দত্ত, সৌমিত্র চট্টোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, গৌতম ঘোষ, রঞ্জিত মল্লিক, ওয়াহিদা রহমান, মহেশ ভাট, নন্দিতা দাসসহ বিশিষ্টরা।
উৎসব চলবে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত। এবছরের উদ্বোধনী ছবি মহানায়ক উত্তম কুমার ও তনুজা অভিনীত ‘অ্যান্টনি ফিরিঙ্গি’। ফেস্টিভ্যালে দেখানো হবে মোট ৩৩২টি ছবি যারমধ্যে আছে ১৪টি কালজয়ী বাংলা ছবি। আট দিনের এ উৎসবে এবার ১ হাজার ৫০০টি ছবির আবেদন জমা পড়ে। এর মধ্য থেকে ৭০টি দেশের ১৭১টি পূর্ণদৈর্ঘ্য আর ১৫০টি স্বল্পদৈর্ঘ্য ছবি উৎসবের জন্য বাছাই করা হয়। এসব ছবি দেখানো হবে নন্দন, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ ছাড়াও নবীনা, নিউ এম্পায়ার, কার্নিভাল, পিভিআর সহ ১৬টি স্ক্রিনে।
এবারের উৎসবে সেরা বিদেশি ছবির পুরস্কার হিসেবে দেওয়া হবে ৫১ লাখ টাকা আর শ্রেষ্ঠ পরিচালককে দেওয়া হবে ২১ লাখ টাকা। সঙ্গে থাকবে রয়েল বেঙ্গল গোল্ডেন টাইগার ট্রফি। সেরা ভারতীয় ছবিকে দেওয়া হবে ‘হীরালাল সেন মেমোরিয়াল অ্যাওয়ার্ড’। শ্রেষ্ঠ নির্দেশককে ৭ লাখ টাকা আর শ্রেষ্ঠ ছবিকে দেওয়া হবে ৫ লাখ টাকা, সঙ্গে হীরালাল মেমোরিয়াল অ্যাওয়ার্ড। এ ছাড়া শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য ছবিকে ৫ লাখ টাকা এবং শ্রেষ্ঠ তথ্যচিত্রকে দেওয়া হবে ৩ লাখ টাকার নগদ পুরস্কার এবং স্মারক। থাকছে এশিয়ার শ্রেষ্ঠ ছবির জন্য নেটপ্যাক পুরস্কার, স্মারক ও অর্থ।
গতবছর ১০০ বছর পূর্ণ করেছে বাংলা চলচ্চিত্র। এবার পালিত হবে ‘বাংলা সিনেমার শতবর্ষ’- এটাই এ’বছরের ফেস্টিভ্যালের ফোকাল পয়েন্ট। এই প্রথম বাংলা ছবির সংরক্ষণ এবং পুনরুদ্ধার নিয়ে বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে উৎসবে।