Tuesday, November 18, 2025
দেশ

চিন থেকে ব্যবসা গুটিয়ে ভারতে কারখানা গড়বে স্যামসাং, অ্যাপেল-সহ ২৪টি সংস্থা

নয়াদিল্লি: করোনার উৎসস্থল চিন থেকে ব্যবসা গুটিয়ে অন্যত্র ব্যবসা স্থানান্তরিত করছে বিভিন্ন দেশের বড়বড় কোম্পানি। সম্প্রতি অ্যাপেলের আইফোন ১১-র উৎপাদন শুরু হয়েছে ভারতে। এবার স্যামসাংও ভারতে বড় মাত্রায় বিনিয়োগের ঘোষণা দিয়েছে।

তবে শুধু স্যামসাং আর অ্যাপেল নয়, প্রায় ২৪টি ইলেকট্রনিক্স সংস্থা ভারতে মোবাইল ফোন কারখানা স্থাপনের জন্য ১.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছে। স্যামসাং ও অ্যাপল ছাড়া আগ্রহী সংস্থাগুলির মধ্যে রয়েছে, হন হাই প্রিসিশন ইন্ডাস্ট্রি কোম্পানি, ফক্সকন, উইস্ট্রন কর্পোরেশন, পেগাট্রন কর্পোরেশন প্রভৃতি।

ভারতে বিনিয়োগে টানতে একাধিক ব্যবস্থা নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। গত মার্চ মাসেই আত্মনিরর্ভর ভারত প্রচারের আওতাতেই ভারতে বিদেশী সংস্থাগুলির বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ পরিবর্তন এনেছে মোদী সরকার। এর ফলে ভারতে ইলেকট্রনিক্স প্রস্তুতকারী সংস্থাগুলি পরবর্তী পাঁচ বছরে তাদের বিক্রয় বৃদ্ধির ৪ থেকে ৬ শতাংশ অর্থ প্রদানের জন্য সুবিধা করে দিয়েছে।

কয়েকদিন আগে ফক্সকন ঘোষণা করেছে, ভারতে আইফোন অ্যাসেমব্লিং ফ্যাক্টরিতে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। ফক্সকনের পরে দ্বিতীয় বৃহত্তম আইফোন অ্যাসেম্বলার সংস্থা পেগাট্রনও ভারতে বিনিয়োগের কথা জানিয়েছে।

জানা গিয়েছে, শুধুমাত্র ইলেকট্রনিক্স ক্ষেত্রেই আগামী পাঁচ বছরে ভারতে ১৫৩ বিলিয়ন ডলারের পণ্য উৎপাদন হতে পারে। যার ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১ কোটি কর্মসংস্থান হতে পারে।