নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণার দাবি
কলকাতা: ২৩ জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে জাতীয় ছুটির দিন ঘোষণার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী অনুরোধ জানিয়ে লিখেছেন, নেতাজির জন্মদিবসটিকে জাতীয় ছুটি ঘোষণা করা হোক।
মুখ্যমন্ত্রী চিঠিতে বলেছেন, গোটা দেশেই নেতাজির জন্মদিন মর্যাদার সঙ্গে পালিত হয়। তাই ওই দিনটিকে জাতীয় ছুটির দিন ঘোষণা করাই উচিত। প্রধানমন্ত্রীকে এই বিষয়ে ব্যক্তিগত ভাবে উদ্যোগী হওয়ার অনুরোধও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
যদিও এবারই প্রথম নয়, এর আগেও একাধিকবার কেন্দ্রকে এই আর্জি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাতে কোনও সাড়া মেলেনি। দেখা যাক এবার মেলে কিনা। তবে নেতাজির জন্মদিনকে ইতিমধ্যেই ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার।
চিঠিতে নেতাজিকে একজন ‘জাতীয় বীর’ এবং ‘জাতীয় নেতা’ বলে উল্লেখ করেছেন মমতা। মুখ্যমন্ত্রী লিখেছেন, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের স্বাধীনতার সংগ্রামের প্রতীক নেতাজি।
চিঠিতে নেতাজির অন্তর্ধান সংক্রান্ত তথ্য সামনে আনার বিষয়টিও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, নেতাজি মানে একটা আবেগ। শুধু বাংলা নয়, সারা বিশ্বেই নেতাজির অনুগামী রয়েছে। তাঁরা প্রত্যেকেই নেতাজির অন্তর্ধান বিষয়ে জানতে চায়। তাই নেতাজির অন্তর্ধান সংক্রান্ত সব তথ্য প্রকাশ্যে আনার দাবি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


