বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত অন্তত ২৩, আটক বহু
গুরদাসপুর: পাঞ্জাবের গুরদাসপুরে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। ভিতরে আটকে রয়েছেন বহু মানুষ।
জানা গেছে, গুরদাসপুরের বাটালা অঞ্চলের ঘন জনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত ওই কারখানা। দমকল ঘটনাস্থলে এসে পৌঁছেছে। বিস্ফোরণে কারখানাটি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে বুধবার বিকাল ৪টার সময়।
বিস্ফোরণের ধাক্কায় কারখানার পাশাপাশি আশপাশের বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি গাড়ির ওয়ার্কশপও রয়েছে। ঠিক কী কারণে বিস্ফোরণ হল, তা এখনও জানা যায়নি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেআইনি ভাবেই এই ঘন জনবসতিপূর্ণ এলাকায় বেশ কয়েক বছর বাজির কারখানা চলছিল। শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকের ৫৫০তম জন্মতিথি উদযাপন উপলক্ষে বুধবার নগর কীর্তন বেরনোর কথা ছিল। তার জন্য বাজি তৈরি করে মজুত করা হচ্ছিল এখানে।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং জানিয়েছেন, উদ্ধারকাজ দ্রুত গতিতে চলছে। উদ্ধারকাজের তদারকি করছেন ডিসি ও এসএসপি।
Have ordered a magisterial probe into the Batala firecracker factory blast. My prayers & thoughts are with the family members of the deceased and I wish a speedy recovery to those injured. I have announced an ex-gratia grant for those injured & the kin of deceased.
— Capt.Amarinder Singh (@capt_amarinder) September 4, 2019
গুরুদাসপুরের বিজেপি সাংসদ সানি দেওল জানিয়েছেন, ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। তাঁরা কাজ শুরু করেছে।