Friday, July 18, 2025
আন্তর্জাতিক

লকডাউন জারি না করলে পাকিস্তানে করোনায় প্রাণ হারাবেন ২২ লাখ মানুষ: সমীক্ষা

ইসলামাবাদ: মারণ করোনা মোকাবিলায় নাজেহাল অবস্থা পাকিস্তানের। লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুসংখ্যাও। ইতিমধ্যে পাকিস্তানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ২৩০ জন। করোনায় মারা গিয়েছেন ২,৬৩২ জন। সুস্থ হয়ে উঠেছেন ৫১ হাজার ৭৩৫ জন।

পাকিস্তানে করোনা পরিস্থিতি নিয়ে একটি অ্যালগরিদম তৈরি করেছে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ। তাঁদের অ্যালগরিদমে ভয়াবহ চিত্র উঠে এসেছে।বলা হচ্ছে, ২০২০ সালের ১০ আগস্ট পাকিস্তানে করোনা আক্রান্তের সংখ্যা শীর্ষে পৌঁছাবে। ওই দিন পাকিস্তানে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াবে প্রায় ৭৯ হাজারে।

ইম্পেরিয়াল কলেজের অ্যালগরিদমে আরও বলা হয়েছে, যদি কোনও ধরনের লকডাউন জারি করা না হয় তাহলে ২০২১ সালের ২৬ জানুয়ারি পর্যন্ত পাকিস্তানে করোনায় প্রাণ হারাবেন ২২ লাখ ২৯ হাজার মানুষ।

ইম্পেরিয়াল কলেজের গবেষণায় বলা হয়েছে, ১০ আগস্টের পর ধীরে ধীরে পাকিস্তানে মৃত্যুর সংখ্যা কমতে থাকবে। ২০২১ সালের জানুয়ারিতে করোনামুক্ত হবে পাকিস্তান। যদি দেশটিতে কোনও লকডাউন জারি করা না হয় তাহলে করোনায় আক্রান্ত হয়ে ২২ লাখ ২৯ হাজার মানুষ মারা যাবেন।

ইম্পেরিয়াল কলেজের মত অনুসারে, পাকিস্তান চাইলেই করোনার লাগাম টেনে ধরতে পারে। অবিলম্বে যদি পাকিস্তানে সম্পূর্ণ লকডাউন আরোপ করা হয় তাহলে মৃত্যুর সংখ্যা কমবে। করোনার শেষ সময়ের মধ্যে মৃত্যুর সংখ্যা সীমাবদ্ধ থাকতে পারে ১০ হাজার ২০০ জনে।