পাঞ্জাবে জোর ধাক্কা খেল কংগ্রেস, ক্যাপ্টেনের দলে যোগ দিলেন ২২ জন কাউন্সিলর
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিজেপির সঙ্গে জোট করে আসন্ন বিধানসভা ভোটে লড়াই করবে ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের (Captain Amarinder Singh) পাঞ্জাব লোক কংগ্রেস (Punjab Lok Congress)। বিধানসভা ভোটের আগে রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল কংগ্রেসকে জোর ধাক্কা দিল অমরিন্দর সিংয়ের দল পাঞ্জাব লোক কংগ্রেস। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের কন্যা জয় ইন্দার কৌরের উপস্থিতিতে পাঞ্জাব লোক কংগ্রেসে (পিএলসি) যোগ দিলেন ২২ জন কাউন্সিলর।
পাতিয়ালার কাউন্সিলর – গিন্নি নাগপাল, অতুল যোশি, সরোজ শর্মা, শেরু পণ্ডিত, লীলা রানী, সন্দীপ মালহোত্রা, সোনিয়া কাপুর, বর্ষা কাপুর, মনিকা শর্মা, মায়া দেবী, ভিন্তি সাঙ্গার, গুরিন্দর কালিকা, বিজয় কুকা, রজনী। শর্মা, সতবন্ত রানি, কমলেশ কুমারী, জসপাল কৌর, দীপিকা গুরাবা, প্রমিলা মেহতা, জার্নাইল সিং, সুনিতা গুপ্তা, হ্যাপি ভার্মা পাঞ্জাব লোক কংগ্রেসে যোগ দিয়েছেন।
অন্যান্য সিনিয়র নেতাদের মধ্যে রয়েছেন করণ গৌর, মণি গর্গ, বিট্টু জালোটা, কিরণ মক্কর, কিরণ খান্না, রণবীর কাট্টি, অনিল কুমার বিট্টু, মিন্টু ভার্মা, শম্ভু, মনীশ পুরী, হরদেব বালি, রানা সুরিন্দরপাল সিং, সুরজ ভাটিয়া, টনি বিন্দ্রা, সুরিন্দরজিৎ সিং রুবি, নারিন্দর সেহগাল, সঞ্জয় শর্মা, রাজিন্দরপাল, হরিশ কাপুর, মিকি কাপুর, হ্যাপি শর্মা, নাথু রাম, রূপ কুমার, বান্টি সেহগাল, সানি গুরাবা, হরচরণ সিং (পাপ্পু) এবং সাতপাল মেহতা।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঞ্জাব লোক কংগ্রেসের জেলা সভাপতি কে কে মালহোত্রা, কে কে শর্মা, বিশ্ব সাইনি, অনিল মংলা এবং সোনু সাঙ্গার।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত দীর্ঘ ৫ বছর ধরে।