Thursday, September 19, 2024
দেশ

পাকিস্তানি গুপ্তচরকে আটক করল বিএসএফ

ফিরোজপুর: ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যেই এদিন সীমান্ত এলাকায় ধরা পড়ল এক পাকিস্তানি গুপ্তচর। পাঞ্জাবের মাব্বো সীমান্ত এলাকা থেকে তাকে আটক করেছে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ।

সূত্রের খবর, ২১ বছর বয়সী মহম্মদ শাহরুখ উত্তরপ্রদেশের লখনউয়ের বাসিন্দা হলেও সে পাকিস্তানের জন্য তথ্য সরবরাহ করত। তার কাছ থেকে পাকিস্তানি মোবাইল বাজেয়াপ্ত করেছে বিএসএফ। পাকিস্তানের সন্দেহভাজন ৬ টি হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য ছিল ধৃত শাহরুখ। বাজেয়াপ্ত করা হয়েছে তার মোবাইল, সিম কার্ড ও একটি ক্যামেরা।

প্রসঙ্গত, পুলওয়ামায় জঙ্গি হামলার জবাব দিতে পাকিস্থানে ঢুকে ১০০০ কেজি বোমা বিস্ফোরণ ঘটিয়ে সেদেশের একাধিক জঙ্গি ঘাঁটি ভেঙে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। এই অভিযানের পর সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। চলছে ব্যাপক নজরদারি।