Monday, June 16, 2025
Latestরাজ্য​

‘২০২১ বিধানসভা ভোটে বাংলায় বিজেপি ২০০ আসন পাবে, তৃণমূল ৫০টি আসনও পাবে না’

ঝাড়গ্রাম: ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ২০০টি আসন পাবে। তৃণমূল ৫০টি আসনও পাবে না। বৃহস্পতিবার এমনটাই দাবি করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ২০২১ সালের ভোটে বিজেপি ২০০টি আসন পাবে। দিদিমণি (মমতা বন্দ্যোপাধ্যায়) ৫০টি আসনও পাবেন না। উনি এই হিসেব কষে নিয়েছেন। ওঁনার মাথা খারাপ হয়ে গিয়েছে। তাই এভাবে ঘুরে বেড়াচ্ছে।

মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, প্রায় ৫০ লাখ মুসলিম অনুপ্রবেশকারীর ভোট পেয়েছেন মমতা। তবে উনি বুঝতে পেরেছেন, যেভাবে দেশ এগোচ্ছে, সব হিন্দুরা ভারতের নাগরিকত্ব পেয়ে যাবে। অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা থেকে বাদ দিলে ৫০ লাখ ভোট চলে যাবে দিদিমণির।

এরপরেই দিলীপ ঘোষ দাবি করেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ২০০টি আসন পাবে, অন্যদিকে দিদিমণি (মমতা বন্দ্যোপাধ্যায়) ৫০টি আসনও পাবে না। এই হিসেব কষে উনি কাজ করছেন, রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। মাথা খারাপ হয়ে গিয়েছে। এটা তো সবে ট্রেলার, পুরো ফিল্ম এখনও বাকি আছে।

দিলীপ ঘোষ বলেন, বাংলাদেশ থেকে এদেশে প্রায় ২ কোটির বেশি মুসলিম অনুপ্রবেশকারী এসেছে। এর মধ্যে এক কোটি বাংলায় ঢুকেছে। বাকি এক কোটি সারা দেশে ছড়িয়ে রয়েছে। বাংলায় এক কোটির মধ্যে ৭০ লাখ ভোটার রয়েছে। এই ৭০ লাখ ভোটারকে নিয়ে কখনও কংগ্রেস ক্ষমতায় এসেছে, কখনও সিপিএম এসেছে। এখন এই মুসলিম অনুপ্রবেশকারীর ভোট পেয়ে তৃণমূল ক্ষমতায় আছে।

প্রসঙ্গত, ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচন থেকেই পশ্চিমবঙ্গে প্রকৃতঅর্থে বিজেপির উত্তরণ শুরু হয়েছিল। তারপর ২০১৯-এর লোকসভা নির্বাচনের ফলাফলে রাজ্যে বিজেপির উত্থান দেখা যায়, বিজেপি জেতেছ ১৮টি আসন। ২০২১-এর আগে বিজেপি এ রাজ্য তৃণমূলের চ্যালেঞ্জার হিসেবে উঠে আসে।