Thursday, September 19, 2024
রাজ্য​

লোকসভা নির্বাচনে বাংলায় কি ‘পদ্ম ফুল’ ফুটবে?

কলকাতা: ২০১৯ সালে লোকসভা নির্বাচন। এই নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির প্রধান লক্ষ্য পশ্চিমবঙ্গ। সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহ ইতিমধ্যেই দাবি করেছেন, বিজেপি বাংলা থেকে ২২টি আসনে জিতবেই। কিন্তু প্রশ্ন হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে লোকসভার ৪২টি আসনের মধ্যে ২২ টি আসন পাবে?

সাম্প্রতিক একটি জরিপে দেখা গেছে, বিজেপি রাজ্যে ১৬টি আসনে জয় পেতে পারে। কিন্তু ২২ টি কোন মতেই নয়। এই ব্যাপারে বিজেপি থেকে সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া সিনিয়র সাংবাদিক ও রাজনীতিবিদ চন্দন মিত্র বলেছেন, এতে আশ্চর্যের কিছু নেই যে বিজেপির আসন সংখ্যা বাড়ছে উল্লেখযোগ্য হারে।

চন্দন মিত্র বলেন, প্রথমত কংগ্রেস ও বামেরা পুরোপুরি ভেঙে পড়েছে। তাই তাদের সেই ভোটগুলি কোথাও না কোথাও যাবেই। যারা তৃণমূলকে চায় না তারা বিজেপিকে বিকল্প হিসাবে দেখছে। তবে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ১৬টি আসন পেতে পারে বলে জরিপে যে তথ্য উঠে এসেছে তা হাস্যকর বলে মনে করেন চন্দন।

তিনি বলেন, আমি জানি যে বিজেপি সভাপতি এই রাজ্যের ৪২ টি আসনের মধ্যে ২২ টি আসন জেতার দাবি করেছেন কিন্তু রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূলের দখলে ইতিমধ্যেই ৩৪ টি আসন রয়েছে। সেক্ষেত্রে বিজেপির ঝুলিতে অত আসন যাওয়ার কোন সম্ভাবনাই আমি দেখছি না।

যদিও বিজেপির মুখপাত্র সম্বিত পাত্রের মন্তব্য, উত্তরপ্রদেশ ও ত্রিপুরা বিধানসভা নির্বাচনে দলের যে সাফল্য এবং ২০১৪ সালের মোদী ঝড়-এই দুইয়ে মিলে পশ্চিমবঙ্গে বিজেপির ভালো ফল করবে।