Tuesday, June 24, 2025
Latestদেশ

নির্ভয়াকাণ্ড: ২২ জানুয়ারি সকাল ৭টায় চার ধর্ষকের ফাঁসি

নয়াদিল্লি: নির্ভয়া কাণ্ডে ৪ ধর্ষকের মৃত্যু পরোয়ানা জারি করল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। ২২ জানুয়ারি সকাল ৭ টায় ফাঁসির নির্দেশ দিল আদালত। সকাল সাতটায় ফাঁসি হবে পবন গুপ্তা, মুকেশ সিং, বিনয় শর্মা এবং অক্ষয় ঠাকুর সিংকে।

২০১২ সালে দিল্লি গণধর্ষণে মৃত্যু হয় নির্যাতিতার। মৃতার পরিবার আদালতে আবেদন করেছিলেন, দ্রুততার সঙ্গে দোষীদের ফাঁসির সাজা কার্যকর করতে। মৃত্যু পরোয়ানা জারির আর্জি জানায় তাঁরা। গত ১৮ ডিসেম্বর সেই আবেদনের শুনানি শুরু হয়। এরপরই ৭ জানুয়ারি পর্যন্ত রায় স্থগিত রাখার নির্দেশ দেন বিচারক। মঙ্গলবার ফের ওই মামলার শুনানি হয়।


২০১২ সালে দিল্লিতে একটি চলন্ত বাসের ভেতরে গণধর্ষণ করে রাস্তায় ফেলে দেওয়া হয় ২৩ বছরের প্যারামেডিক্যাল ছাত্রীকে। ১৩ দিনের লড়াই শেষে ২৯ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মৃত্যু হয় নির্যাতিতার।

২০১৭ সালে ফাঁসির সাজা হয় চার অভিযুক্তের। ২০১৮ সালের জুলাইতে সুপ্রিম কোর্ট রায়ের পূনর্মূল্যায়ণের আবেদন খারিজ করে দেয়। ২০১৮ সালের জুলাইতে ফের পূনর্মূল্যায়ণের আবেদন খারিজ করা হয়। রাষ্ট্রপতিও নির্ভয়াকাণ্ডের দোষীদের মৃত্যুদণ্ডের আদেশ কার্যকর করার সম্মতি দিয়েছেন। অবশেষে ৪ ধর্ষকের ফাঁসির দিন ঘোষণা হল।