Monday, June 16, 2025
Latestদেশ

পাকিস্তানে নির্যাতিত হয়ে ভারতে আশ্রয় নিল ২০০ পাকিস্তানি হিন্দু

অমৃতসর: প্রায় প্রতিদিনই পাকিস্তানে চলছে হিন্দু বা শিখ মহিলাদের তুলে নিয়ে জোর করে ধর্মান্তকরণ। অথবা গণধর্ষিত হতে হচ্ছে সংখ্যালঘুদের। আন্তর্জাতিক সংগঠনগুলি বারবার এসব ঘটনার নিন্দা করলেও কোনও পদক্ষেপ নেইনি পাক প্রশাসন। এহেন পরিস্থিতিতে পাকিস্তানের সংখ্যালঘুরা ক্রমশ আশ্রয়ের আশায় ভারতে চলে আসছেন। সোমবার ২০০ জন পাকিস্তানি হিন্দু ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে ভারতে এসেছেন।

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে যখন উত্তাল দেশ। তার মধ্যেই ভারতে চলে আসলেন ২০০ পাকিস্তানু হিন্দু। মোদী সরকারের CAA-র কারণেই ভারতে এসে আশ্রয় পাওয়ার আশা জেগেছে তাঁদের মধ্যে। নির্যাতিত পাকিস্তানি হিন্দুরা জানিয়েছেন, পাকিস্তানে তাঁরা অসুরক্ষিত। তাই আর তাঁরা সেখানে থাকতে চান না। ভারতে সিএএ চালু হওয়ার পরে তাঁরা নতুন করে বাঁচার আশা দেখেছেন। তাই ভারতে চলে এসেছেন।


সোমবার এই ২০০ পাকিস্তানু হিন্দুদের সাথে দেখা করতে আটারি সীমান্তের চেকপোস্টে যান অকালি দলের নেতা ও দিল্লি গুরুদ্বারের পরিচালন সমিতির সভাপতি মনঞ্জিদার সিং সিরসা। হিন্দু হওয়ার দরুণ পাকিস্তানে তাঁদের উপর খুব অত্যাচার করা হচ্ছিল। তাই বাধ্য তাঁরা ভারতে চলে এসেছেন, বলে জানান তাঁরা।

ঘটনার সত্যতা মেনে নিয়েছেন ওয়াঘা সীমান্তে থাকা ভারতীয় আধিকারিকরাও। তাঁদের কথায়, গত মাস থেকেই পাকিস্তানি হিন্দুদের ভারতে আসার প্রবণতা বেড়েছে। পাকিস্তানি হিন্দু যুবক লক্ষ্মণ দাস বলেন, হরিদ্বারের পবিত্র গঙ্গায় প্রথমে একটা বড় ডুব দেব। তারপর নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবব। তবে যাইহোক, আমি আর পাকিস্তানে ফিরতে চাই না, ভারতেই থাকতে চাই।