Saturday, June 21, 2025
Latestদেশ

অবন্তীপোরায় এনকাউন্টারে খতম ২ জঙ্গি

শ্রীনগর: দক্ষিণ কাশ্মীরের অবন্তীপোরায় সেনার গুলিতে খতম ২ জঙ্গি। আহত হয়েছে ৩ জওয়ান। মঙ্গলবার সকালে অবন্তীপোরায় তীব্র গুলির লড়াই হয় জঙ্গি ও নিরাপত্তা রক্ষীদের মধ্যে।

গোপন সূত্রে সূত্রে সন্ত্রাসবাদীদের লুকিয়ে থাকার খবর পেয়ে অবন্তীপোরার সাতপোখরান এলাকায় তল্লাশি চালায় সিআরপিএফ, সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু-কাশ্মীরের যৌথ বাহিনী। তল্লাশি অভিযানের সময়ই জওয়ানদের লক্ষ্য করে জঙ্গি চালায় জঙ্গিরা। পাল্টা গুলি চালায় যৌথ বাহিনীও। গুলির লড়াইয়ে নিহত হয় ২ জঙ্গি। আহত হন তিন জওয়ান।

এদিনের এনকাউন্টারের বিষয়ে জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, অবন্তীপোরায় এনকাউন্টার শুরু হয়েছে। পুলিশ ও নিরাপত্তা রক্ষীরা তাঁদের কাজ করছেন। এর কিছুক্ষণ পরই খবর পাওয়া যায়, নিরাপত্তা রক্ষীদের গুলিতে নিহত ২ সন্ত্রাসবাদী। তবে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

প্রসঙ্গত, সোমবারই জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে এনকাউন্টারে খতম হয় হিজবুল মুজাহিদিনের ৩ সন্ত্রাসবাদী। মৃতদের মধ্যে একজন কুখ্যাত জঙ্গি আদিল আহমেদ নামে পরিচিত।