বান্দিপোরায় সেনার গুলিতে খতম ২ জঙ্গি
শ্রীনগর: উত্তর কাশ্মীরের বান্দিপোরা জেলার লাওদারা গ্রামে সোমবার সকালে নিরাপত্তা রক্ষীদের গুলিতে খতম হল দুই জঙ্গি। ঘটনাস্থল থেকে কিছু আগ্নেয়াস্ত্র, ও কার্তুজ উদ্ধার করেছেন নিরাপত্তা রক্ষীরা। খতম হওয়া জঙ্গিদের পরিচয় জানা যায়নি। তবে মৃত জঙ্গিদের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে কাশ্মীর পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে বান্দিপোরার লাওদারায় তল্লাশি চালায় সেনাবাহিনী। জওয়ানদের উপস্থিতি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলিতে খতম হয়েছে দুই জঙ্গি। এখনও আরও জঙ্গি এলাকায় লুকিয়ে কিনা তা খতিয়ে দেখছে সেনাবাহিনী। গুলির লড়াই এখনও চলছে।
#JammuAndKashmir: Two terrorists were killed in exchange of fire between security forces and terrorists in Bandipora, earlier today. Arms and ammunition recovered. Identity and affiliation being ascertained. (Visuals deferred by unspecified time) pic.twitter.com/sXOYdQFaet
— ANI (@ANI) November 11, 2019
গত ৫ আগস্ট ৩৭০ ধারা বাতিলের পর থেকে এবং জম্মু-কাশ্মীর ও লাদাখকে পৃথক কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণা করার পর থেকেই উপত্যাকায় নাশকতার চেষ্টা চালাচ্ছে জঙ্গিরা। পাকিস্তান থেকে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা চলছে। কিন্তু বাহিনীর কড়া নজরদারিতে জঙ্গি অনুপ্রবেশ করতে পারছে না। এদিকে শনিবার ঐতিহাসিক অযোধ্যা মামলার রায় ঘোষণার পর দেশে বড়সড় জঙ্গি হামলা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরপর থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।