Wednesday, November 19, 2025
দেশ

অবন্তিপোরায় গুলির লড়াইয়ে খতম দুই জঙ্গি

শ্রীনগর: জঙ্গি দমনে ফের সফলতা পেল ভারতীয় সেনা। কাশ্মীরের অবন্তিপোরায় দুই জঙ্গিকে খতম করল নিরাপত্তা বাহিনী। গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় কাশ্মীর পুলিশ, ৫০ রাষ্ট্রীয় রাইফেলস ও সিআরপিএফ-এর যৌথ বাহিনী।

জওয়ানদের উপস্থিতি টের গুলি চালায় জঙ্গিরা। এর পরই শুরু হয় গুলির লড়াই। পুরো এলাকা ঘিরে ফেলে যৌথ বাহিনী। দীর্ঘ সংঘর্ষে খতম হয় দুই জঙ্গি। তবে নিহত দুই জঙ্গির পরিচয় এখনও জানতে পারেনি নিরাপত্তা বাহিনী।

এদিকে, গুলির লড়াইয়ে এক জওয়ান গুরুতর আহত হয়েছেন। তাঁকে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেনা সূত্রে খবর, এখনও আজ দিন-রাত ওই এলাকায় অভিযান চালাবে বাহিনী। ওই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর। জঙ্গিদের পাকড়াও করতে আজ সারাদিন তল্লাশি অভিযান চালাবে নিরাপত্তা বাহিনী।

জানা গিয়েছে, ওই এলাকায় লুকিয়ে থাকা জঙ্গিরা ফায়ারিং শুরু করেছে। দু’পক্ষের মধ্যে এখনও চলছে গুলির লড়াই। উল্লেখ্য, সম্প্রতি কাশ্মীরের মন্দিগ্রাম থেকে লস্কর জঙ্গি আকিল পারাক অস্ত্রসহ গ্রেফতার করেছিল যৌথ বাহিনী। তাকে জেরা করে অনেক বিস্ফোরক তথ্য পেয়েছে নিরাপত্তা বাহিনী।