পাঞ্জাব সীমান্ত থেকে গ্রেপ্তার ২ পাকিস্তানি অনুপ্রবেশকারী
গান্ধীনগর: দুই পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করল বর্ডার সিকিউরিটি ফোর্স(বিএসএফ) জওয়ানেরা। রবিবার বিকালের দিকে পাঞ্জাবের ফিরোজ়পুর থেকে সিরাজ আহমেদ (৩১) ও মমতাজ খান (৩৮) নামে দুজনকে আটক করা হয়। ধৃতদের কাছ থেকে প্রচুর পাকিস্তানি নোট, দু’টি করে মোবাইল ও সিম কার্ড, বেশ কিছু ছবি এবং পাক সেনার পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।
বিএসএফ-এর তরফে জানানো হয়েছে, ডোনা তেলু মাল চেকপোস্টের কাছ থেকে রবিবার বিকাল পাঁচটা ১০ মিনিট নাগাদ দুই পাক অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে। ধৃতরা আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে অবৈধ উপায়ে ভারতে প্রবেশ করেছিল। সীমান্তে মোতায়েন থাকা বিএসএফ জওয়ানরা পাকিস্তানের দিক থেকে সন্দেহভাজন গতিবিধি লক্ষ্য করেন। পরে জওয়ানরা দুজনকে ভারতে ঢুকতে দেখতে পান। এরপর তাদের পাকড়াও হয়।
Punjab: Operation party of Border Out Post Dona Telu Mal apprehended 2 Pakistani nationals in Firozpur who were approaching to the Indian side around 5.10 pm earlier today. 2 IDs of Pakistan Army, cash, 1 Pakistani SIM card, 4 photographs and 2 mobile phones seized from them. pic.twitter.com/4qH6JMuA7g
— ANI (@ANI) 28 October 2018
পাক সেনার পরচয়পত্রের বিষয়টি বেশি করে ভাবাচ্ছে বিএসএফ কর্তাদের। একই সঙ্গে বিপুল পরিমাণ পাকিস্তানি নোট নিয়ে ভারতে আসার পিছনে অনুপ্রবেশকারীদের উদ্দেশ্য কী ছিল তা জানার চেষ্টা করা হচ্ছে। তাদের ভারতে ঢোকার কারণ জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।