Tuesday, March 25, 2025
রাজ্য​

২ কেজি সোনা পাচার কান্ডে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন

কলকাতা: রাজ্যের শাসকদল তৃণমূলের অস্বস্তি বাড়িয়েই কলকাতা বিমানবন্দরে ২ কেজি সোনা পাচার কাণ্ডে এবার উত্তর ২৪ পরগনা জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করল রাজ্য নির্বাচন কমিশন। সোমবারই উত্তর চব্বিশ পরগনা জেলা শাসকের কাছে বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর ভাইপো সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী সংক্রান্ত ঘটনা, গভীর রাতে পুলিশের হস্তক্ষেপের বিষয়ে বিস্তারিত ভাবে তথ্য সহ রিপোর্ট চেয়ে চিঠি পাঠায় রাজ্য নির্বাচন কমিশন।

রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী অফিসার সঞ্জয় বসু সাংবাদিকদের বলেন, এই বিষয়টি নিয়ে উত্তর ২৪ পরগণার জেলা নির্বাচনী অফিসারের কাছ থেকে সমস্ত রিপোর্ট চেয়েছি আমরা। এছাড়া, সোশ্যাল মিডিয়ার বিষয়টিও খতিয়ে দেখছি।

বিষয়টি নিতে ইতিমধ্যেই বিজেপি সহ অন্যান্য তৃণমূল বিরোধীরা সরব হয়েছে। অভিযোগ, ১৬ মার্চ অন্য এক মহিলার সঙ্গে থাই এয়ারওয়েজের বিমানে করে শহরে ফেরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। সেই সময় তাঁর ব্যাগটি পরীক্ষা করতে শুল্ক দফতরের কর্তাদের বাধা দেন তিনি।

এই ঘটনার রীতিমত সাংবাদিক বৈঠক করে বিমানবন্দর কাণ্ডে মুখ খুলতে বাধ্য হয়েছিলেন অভিষেক। তবে গোটা ঘটনাকে পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করলেও কেন তাঁর স্ত্রীর সাহায্যের জন্য গভীর রাতে পুলিশকে যেতে হয়েছিল বিমানবন্দরে তা নিয়ে কোনও স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি তিনি। কার্যত গোটা ঘটনা স্বীকার করতে হয়েছে তাঁকে।

যদিও, তাঁর স্ত্রীর কাছ থেকে ২ কেজি সোনা বাজেয়াপ্ত করা হয়েছে’ বলে যে অভিযোগ উঠেছে, তাকে সম্পূর্ণ নস্যাৎ করে দিয়ে অভিষেক বলেন, এটি পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাঁর কথায়, আমার স্ত্রীর কাছে ২ গ্রাম সোনাও ছিল না।