কাশ্মীরে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে খতম ২ জইশ জঙ্গি
শ্রীনগর: শুক্রবার কাশ্মীরের বদগামে ফের শুরু হয় সেনা-জঙ্গি গুলির লড়াই। সেনা-জঙ্গির সংঘর্ষে খতম ২ জইশ জঙ্গি। গুলির লড়াইয়ে আহত হয়েছেন ৪ সেনা জওয়ান। এখনও চলছে গুলির লড়াই। ওই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে।
গোপন সূত্রে সেনার কাছে খবর আসে বগদামের ওই এলাকায় গা ঢাকা দিয়ে রয়েছে জঙ্গিরা ৷ এরপর তাঁরা গোটা এলাকা ঘিরে ফেলতেই তাদের লক্ষ্য করে গুলি বর্ষণ করতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনারা। শুরু হয় গুলির লড়াই। সংঘর্ষে খতম হয় ২ জঙ্গি।
Two terrorists killed, four jawans injured in the ongoing encounter in Budgam. #JammuandKashmir (visuals deferred by unspecified time) pic.twitter.com/bsmecPC5BZ
— ANI (@ANI) 29 March 2019
প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় এটা তিন নম্বর এনকাউন্টার বলে জানা গিয়েছে। এর আগে বৃহস্পতিবার ৪ জঙ্গি খতম করা হয়েছে।