স্বাধীনতা দিবসে পুণেতে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান, গ্রেফতার ২
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ১৪ আগস্ট ভারতের মাটিতেই ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ায় অভিযোগে গ্রেফতার ২ জন। ঘটনাটি ঘটেছে পুণের কোন্ধওয়া এলাকায়।
পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় ওই এলাকার বাসিন্দারা পুলিশে খবর দেয় যে ২ ব্যক্তি ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিচ্ছেন।
১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস। পাকিস্তানপন্থী স্লোগান দেওয়ায় ২ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তরা হলেন আকবর নাদাফ এবং তকির। তারা দু’জনেই নিরাপত্তারক্ষীর কাজ করেন।
তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ নম্বর ধারায় (দাঙ্গা কিংবা অশান্তিমূলক কাজের উস্কানি) অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুণে সিটি পুলিশ। কেন তারা এই স্লোগান দিলেন, তা জানার চেষ্টা করা হচ্ছে।