পুলওয়ামায় CRPF কনভয়ে জঙ্গি হামলায় নিহত ১৮ জওয়ান
পুলাওয়ামা: জম্মু-কাশ্মীরে ভয়াবহ জঙ্গিহানা। পুলাওয়ামার অবন্তীপুরায় ভয়াবহ আইডি বিস্ফোরণে নিহত ১৮ সিআরপিএফ জওয়ান। আত্মঘাতী এই বিস্ফোরণে আহত প্রায় ৪০ জন। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ।
জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরের পর পুলওয়ামার অবন্তিপোরার গোরীপোরায় ঘটনাটি ঘটে। সেই সময় ঘটনাস্থল দিয়ে যাচ্ছিল সিআরপিএফের ৫৪ নম্বর ব্যাটালিয়ানের কনভয়। হঠাত্ই কনভয়ে আইইডি বিস্ফোরণ হয়। এরপর সেই কনভয়টিকে ঘিরে ফেলে জঙ্গিরা। লাগাতার গুলি চালিয়ে ঝাঁজরা করে দেওয়া হয় গাড়িটিকে। কনভয়ে ঠিক কতজন জওয়ান ছিলেন সেই বিষয়ে এখনও কোনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
সূত্রের খবর, এখনও পর্যন্ত শহিদ হয়েছেন ১৮ জন সিআরপিএফ জওয়ান। গুরুতর জখম হয়েছেন আরও ৪০ জন। আহতদের ভরতি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।
গোটা এলাকায় ঘিরে ফেলেছে ভারতীয় সেনা জওয়ানরা। জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি। ইতিমধ্যেই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। আসন্ন লোকসভা ভোটের আগে এই ধরনের জঙ্গি হামলার আভাস আগেই দিয়ে রেখেছিলেন গোয়েন্দারা।