কাশ্মীরের মুজগুন্দে এনকাউন্টারে খতম ৩ জঙ্গি
শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের মুজগুন্দে শনিবার থেকে চলছে সেনা-জঙ্গি গুলির লড়াই। প্রায় ১৮ ঘণ্টা সংঘর্ষের পর ৩ জঙ্গিকে খতম করল নিরাপত্তাবাহিনী। তবে গুলির লড়াইয়ে আহত হয়েছেন ৫ সেনা জওয়ান। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র। ওই এলাকায় বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা।
এক সেনা আধিকারিক জানিয়েছেন, গোপন সূত্রে জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে শনিবার বিকালে নিরাপত্তাবাহিনী শ্রীনগরের বান্দিপোড়া সংলগ্ন মুজগুন্দে তল্লাশি অভিযান শুরু করে। তখন সেনাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা জবাব দেন জওয়ানরা। সারারাত দু’পক্ষের গুলির লড়াইয়ে নিকেশ হয় তিন জঙ্গি। আহত হয়েছেন ৫ সেনা সদস্য। আহত সেনা জওয়ানদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালায় পাকিস্তানি সেনা। ঘটনায় শহিদ হন ২ সেনা জওয়ান।