দার্জিলিং পৌরসভার ১৭ কাউন্সিলর যোগ দিলেন বিজেপিতে
নয়াদিল্লি: রাজধানী দিল্লিতে দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির সদর দফতরে সাংবাদিক বৈঠকে মুকুল রায়ের হাত ধরে দার্জিলিং পৌরসভার ১৭ কাউন্সিলর যোগদান করলেন গেরুয়া শিবিরে। এই যোগদানের ফলে দার্জিলিং পৌরসভায় সংখ্যাগরিষ্ঠতা পেল বিজেপি। দার্জিলিং পুরসভার মোট আসন সংখ্যা ৩২। ম্যাজিক সংখ্যা ১৭।
সাংবাদিক বৈঠকে মুকুলবাবু বলেন, আজ থেকে দার্জিলিংয়ে বিজেপি সংখ্যাগরিষ্ঠ। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গায় অত্যাচার করাচ্ছেন। মানুষের মত মানতে হবে। এভাবে চললে বিধানসভায় আপনারা বিরোধী দলের তকমাও হারাবেন। এখানে গণতন্ত্র বাঁচাও লড়াই চলছে বলেও দাবি করেন মুকুল রায়।
17 Councillors of Darjeeling Municipality join Bharatiya Janata Party in presence of Shri @KailashOnline. pic.twitter.com/yElRjWuNmF
— BJP (@BJP4India) June 8, 2019
প্রসঙ্গত, মঙ্গলবার সকালেই জানা গিয়েছিল দার্জিলিংয়ে নতুন বিজেপি সাংসদ রাজু বিস্তের নেতৃত্বে পুরসভার ১৭ জন কাউন্সিলর বিজেপিতে যোগ দেওয়ার জন্য দিল্লি গিয়েছেন। অবশেষে সকল জল্পনার অবসান ওই ১৭ কাউন্সিলর যোগ দিলেন বিজেপিতে। এদিন দিল্লিতে বিজেপির সদর দফতরে মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয় ও রাজু বিস্তের উপস্থিতিতে ওই কাউন্সিলররা গেরুয়া শিবিরে যোগদান করেন।