বাজেটে কৃষকদের স্বার্থে ১৬টি নতুন পরিকল্পনা
নয়াদিল্লি: এবারের বাজেটে কৃষিক্ষেত্রের উন্নতিকল্পে একটু বেশিই মনোযোগী হতে দেখা গেল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে। শনিবার কেন্দ্রীয় বাজেট পেশ করার সময় কৃষিক্ষেত্রকে পুনরুজ্জীবিত করতে ১৬টি নতুন পদক্ষেপের কথা ঘোষণা করেন নির্মলা সীতারামন।
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, এবারের বাজেটে কৃষি ও গ্রামীণ খাতের সঙ্গে জড়িত নানা কাজের জন্য ২.৮৩ লাখ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তাঁর সরকার ২০২২ সালের মধ্যে কৃষির আয় দ্বিগুণ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্যে কৃষিক্ষেত্রে জল-সঙ্কট সমাধান করা হবে।
২০২০-র বাজেটে কৃষিক্ষেত্রে বিনিয়োগ, জল সংরক্ষণ এবং উন্নত কৃষিকাজের মাধ্যমে ফলন বৃদ্ধির মতো বিষয়গুলিতে জোর দেওয়া হয়েছে। কৃষকদের বাজারে দ্রব্য বিক্রিতে সুবিধা, নির্ভরযোগ্য সংস্থা থেকে ঋণলাভের সুবিধা এবং কৃষি ও অকৃষি খাতের মধ্যে ক্রমবর্ধমান সংযোগের মতো বিষয়গুলি তুলে ধরেন অর্থমন্ত্রী।
নির্মলা সীতারামন ‘কিষান রেল’ চালু করার কথা ঘোষণা করেন। তিনি বলেন, নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা সম্পন্ন কৃষিপণ্যগুলিকে যাতে রেলপথের মাধ্যমে সহজে এবং দ্রুত গতিতে দেশের বিভিন্ন প্রান্তের হিমঘরে পাঠানো যায় তার জন্যেই কিষান রেল চালু করা হবে। এর ফলে দেশের মধ্যে কোল্ড সাপ্লাই চেইন তৈরি করা যাবে। এর ফলে ক্ষতির হাত থেকে বাঁচবেন দেশের কৃষকরা।