কাশ্মীরে সাঁড়াশি অভিযানে দেড় শতাধিক বিচ্ছিন্নতাবাদী নেতাকর্মী আটক
শ্রীনগর: কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলার জেরে বিচ্ছিন্নতাবাদী নেতাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। ইতোমধ্যেই বেশ কয়েকজন নেতাসহ দেড় শতাধিক কর্মীকে আটক করেছে জম্মু-কাশ্মীর পুলিশ।
পুলওয়ামায় জঙ্গি হামলার পর অতিরিক্ত ১০০ কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর অভিযানে যারা আটক হয়েছেন তাদের অন্যতম একজন হলেন আব্দুল হামিদ ফায়েজ। তিনি স্থানীয় রাজনৈতিক সংগঠন জামায়াত-ই-ইসলামির (জেআই) আঞ্চলিক প্রধান। তার সঙ্গে আরও অন্তত ১৫০ জন কর্মীকে আটক করা হয়েছে।
নিরাপত্তা বাহিনীর অভিযানে আটক করা হয়েছে জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট (জেকেএলএফ) এর চেয়ারম্যান ইয়াসিন মালিককে।
রবিবার জম্মু-কাশ্মীরের জয়েন্ট রিজিসটেন্স (জেআরএল) এক বিবৃতিতে জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের গণ গ্রেফতারের বিরুদ্ধে কাশ্মীরিদের প্রতিবাদ করতে হবে, তাই সকলকে ধর্মঘট মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।