Sunday, March 16, 2025
Latestদেশ

ইমরান খান তো পাক সেনার পুতুল, ওঁর চরিত্র ও উদ্দেশ্য বোঝা গিয়েছে: গৌতম গম্ভীর

নয়াদিল্লি: রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্যের তীব্র সমালোচনা করলেন ভারতের প্রাক্তন ওপেনার এবং বর্তমান বিজেপির সাংসদ গৌতম গম্ভীর। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ইমরান খানকে রীতিমতো ধুয়ে দিলেন গম্ভীর। রাষ্ট্রপুঞ্জের ভাষণের মধ্য দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর চারিত্রিক এবং বুদ্ধিগত পার্থক্য তুলে ধরে খোঁচা দিয়েছেন তিনি।

গম্ভীর টুইটে লিখেছেন, প্রতি দেশের জন্য ১৫ মিনিট করে সময় বরাদ্দ ছিল। এই সময়ে কে কি বলেছেন, তাতেই তাঁর চরিত্র ও উদ্দেশ্য বোঝা গিয়েছে। একজন তো তার চরিত্র এবং বুদ্ধিমত্তা প্রকাশ করে দিলেন। নরেন্দ্র মোদী তাঁর ভাষণে শান্তি আর উন্নয়নকে বেছে নিলেন। অপরদিকে পাকিস্তান আর্মির পুতুল (ইমরান খান) পরমাণু যুদ্ধের হুমকি দিলেন। এই লোকটিই আবার কাশ্মীরে শান্তির দাবিতে সরব হওয়ার কথা বলছেন।


রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদে পরমাণু যুদ্ধের হুমকি দিয়ে গোটা বিশ্বকে রীতিমত সতর্ক করে দিলেন ইমরান খান। ১৫ মিনিট বরাদ্দ থাকলেও পাক প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছেন তার দ্বিগুণ সময় ধরে। তিনি তাঁর ভাষণে বলেছেন, যদি ভারত-পাকিস্তান যুদ্ধ লেগে যায়, তবে সেটা আর এই দুই অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে পড়বে পুরো বিশ্বে জুড়ে। আর প্রয়োজনে পারমাণবিক অস্ত্রও ব্যবহার হতে পারে।

অন্যদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিনের সভায় একবারও পাকিস্তানের নাম উচ্চারণ করেননি। প্রধানমন্ত্রী বলেন, ভারত যুদ্ধ নয়, বুদ্ধ দিয়েছে বিশ্বকে। তিনি বলেন, আমরা যখন সন্ত্রাসের বিরুদ্ধে আওয়াজ তুলি, তখন তার মধ্যে গোটা বিশ্বকে সতর্ক করার জন্য আমাদের দায়বদ্ধতা থাকে। আমি বিশ্বাস করি, কোনও একটি দেশ নয়, এই মুহূর্তে গোটা বিশ্বের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সন্ত্রাসবাদ।