৩১-এ পা দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি, বার্থ ডে বয় সম্পর্কে ১৫টি তথ্য
৩১-এ বছরে পা দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তাঁর জন্মদিনে তাঁকে শুভেচ্ছায় জোয়ারে ভরিয়ে দিয়েছে নেটদুনিয়া। প্রাক্তন থেকে বর্তমান, যুব দলের ক্রিকেটাররা ভারত অধিনায়ককে শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় কোহলিকেই গত একবছরে সবথেকে বেশিবার খোঁজা হয়েছে। কেরিয়ারের তুঙ্গে রয়েছেন কোহলি। রান মেশিন কিং কোহলির জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে প্রতিদিনই। এই মুহূর্তে ভারতের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি সম্পর্কে দেওয়া রইল ১৫টি তথ্য-
১. মাত্র ১৯ বছর বয়সে অধিনায়ক হিসেবে দেশকে বিশ্বকাপ এনে দিয়েছেন কোহলি। ২০০৮ সালে ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিলেন কিং কোহলি।
২. ওয়ানডে বিশ্বকাপের অভিষেক ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়েছেন কোহলি। ভারতীয়দের মধ্যে তিনিই একমাত্র ক্রিকেটার যিনি বিশ্বকাপে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করেছেন। ২০১১ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরির মাধ্যমে এই রেকর্ড করেন বিরাট।
৩. ট্যাটু পছন্দ করেন কোহলি। শরীরে মোট ৯টি ট্যাটু করেছেন তিনি। এর মধ্যে সামুরাই যোদ্ধার ট্যাটুটি তাঁর সবচেয়ে প্রিয়।
৪. কোহলির বাঁ হাতের ড্রাগন ট্যাটুটি সৌভাগ্যের প্রতীক।
৫. বলিউড তারকা অনুষ্কা শর্মার সঙ্গে তাঁর প্রেম এখন সর্বজনবিদিত। ২০১৭ সালে অনুষ্কাকে বিয়ে করেছেন বিরাট। তবে কোহলি তাঁর প্রথম দেখাতেই বলিউড তারকা কারিশমা কাপুরের প্রেমে পড়েছিলেন। কারিশমা কাপুরই বিরাটের প্রথম ‘ক্রাশ’।
৬. ২০০৬ সালে রঞ্জি ট্রফিতে কর্ণাটকের বিরুদ্ধে দিল্লির হয়ে ম্যাচের আগে তাঁর বাবা মারা যান। তবুও বিরাট খেলেছিলেন সেই ম্যাচ। সে ম্যাচে ৯০ রান করেছিলেন তিনি।
৭. ২০১২ সালে মাত্র ২৩ বছর বয়সেই আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছিলেন বিরাট।
৮. কোহলির ডাকনাম ‘চিক্কু’। দলের খেলোয়াড়েরা তাঁকে ‘চিক্কু’ বলেই ডাকেন।
৯. ২২ বছর পূর্ণ হওয়ার আগেই ক্যারিয়ারে ২টি সেঞ্চুরি করেছেন কোহলি। ভারতীয়দের মধ্যে এই রেকর্ড আছে শুধু সচিন টেন্ডুলকার ও সুরেশ রায়নার।
১০. আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে দ্রুততম ২০টি সেঞ্চুরির নজির আছে কোহলির। মাত্র ১৩৩টি ইনিংসে এই সেঞ্চুরি করেন তিনি। এ ক্ষেত্রে তিনি ভাঙেন সচিনের রেকর্ড। দ্রুততম ১৫টি সেঞ্চুরির রেকর্ডের মালিকও কোহলি।
১১. ২০১৪ সালে বিশ্বের দ্বিতীয় মোস্ট মার্কেটেব্ল অ্যাথলিট হিসেবে নির্বাচিত হয়েছিলেন বিরাট। ২০১৯ এ তিনি ১৫তম মোস্ট মার্কেটেব্ল অ্যাথলিট।
১২. সমীক্ষায় দেখা গিয়েছে, বিশ্বের সবথেকে সার্চড ক্রিকেটারের তালিকার প্রথম তিন স্থানে রয়েছেন একই ক্রিকেটার, বিরাট কোহলি। ২০১৮ সালেও এমন নজির গড়েছিলেন তিনি। ২০১৯-এও কোনও ব্যতিক্রম নেই। কোহলিই শীর্ষস্থান ধরে রেখেছেন।
১৩. ২০১৯ সালে কোহলিকে নিয়ে অনলাইনে সার্চ করা হয়েছে ২০ লাখ বার।
১৪. ২০০৯ সালে দেশের জার্সিতে প্রথম শতরান বিরাটের। ডিসেম্বরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ইডেন গার্ডেনে ম্যাচ জেতানো ১০৭ রান করেন বিরাট।
১৫. ২০১১ সালে দেশের জার্সিতে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ জেতেন কোহলি। ফাইনালে ৪৯ বলে ৩৫ রান করেছিলেন বিরাট।