বাংলার ৩ উপনির্বাচনে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে
কলকাতা: রাজ্য পুলিশে ভরসা নেই! তাই লোকসভা নির্বাচনের পর এবার উপনির্বাচনেও কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে। রাজ্যের ৩ জেলায় আগামী ২৫ নভেম্বর উপনির্বাচন। উপনির্বাচনেও এবার নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী। কমিশন সূত্রে খবর, নির্বাচনে যাতে কোনও অশান্তি না হয়, সেই কারণেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কমিশন সূত্রে খবর, কালিয়াগঞ্জ, করিমপুর এবং খড়গপুর সদরে উপনির্বাচনে ভোটারদের মনোবল বাড়াতে ২৫ নভেম্বরের আগে থেকেই রুট মার্চ করবে কেন্দ্রীয় বাহিনী। রুট মার্চের জন্য বাংলায় ১০ কোম্পানি আধাসেনা পাঠানো হচ্ছে।
সূত্রের খবর, ১০০ শতাংশ বাহিনী দিয়েও উপনির্বাচন করানো হতে পারে এ রাজ্যে। ৩ বিধানসভা উপনির্বাচনে রাজ্যে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। প্রতি কেন্দ্রে ৫ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।
প্রসঙ্গত, দিনকয়েক আগে ৩ আসনের উপনির্বাচন নিয়ে মন্তব্য করতে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকর বলেছিলেন, আগামী উপনির্বাচনে সারা পৃথিবীকে বার্তা দিতে হবে যে, বাংলাতেও শান্তিপূর্ণ নির্বাচন হতে পারে। পঞ্চায়েত ভোটে শাসকদলের বিরুদ্ধে হিংসা, সন্ত্রাসের অভিযোগের পর লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।