ভারতে এই প্রথম, মাত্র ১৪ বছর বয়সেই স্নাতক হায়দরাবাদের অগস্ত্য জয়সওয়াল
হায়দরাবাদ: কম্পিউটারে ‘A’ থেকে ‘Z’ পর্যন্ত মাত্র ১.৭২ সেকেন্ডে টাইপ করতে পারে। একসাথে সমানতালে দুই হাতে লিখতে পারে। ১ থেকে ১০০ পর্যন্ত নামতা অনায়াসে বলতে পারে। বলছি তেলেঙ্গানার কিশোর অগস্ত্য জয়সওয়ালের (Agastya Jaiswal) কথা। মাত্র ১৪ বছর বয়সে স্নাতক হল সে। দেশের কনিষ্ঠতম স্নাতক সে।
দেশের মধ্যে অগস্ত্যই প্রথম যে মাত্র ৯ বছর বয়সেই দশম শ্রেণিতে উত্তীর্ণ হন। ১১ বছর বয়সে উচ্চ মাধ্যমিক স্তরে ৬৩ শতাংশ নম্বর পেয়ে পাশ করে সে। আর ১৪ বছর বয়সে গ্র্যাজুয়েট হলেন। অগস্ত্যের দাবি, তিনিই প্রথম ভারতীয় এত কম বয়সে স্নাতক পাশ করলেন। ওসমানিয়া ইউনিভার্সিটি থেকে মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমে (জনসংযোগ ও সাংবাদিকতা) বিএ পাশ করেছে সে।
বহুমুখী প্রতিভার অধিকারী অগস্ত্য একজন ভালো সঙ্গীতশিল্পী ও পিয়ানো বাদক। সে আন্তর্জাতিক মোটিভেশনাল বক্তাও। পড়াশোনার পাশাপাশি খেলাধুলোতেও দক্ষ সে। পেশাদার টেবিল টেনিস খেলোয়াড় সে। খেলে জাতীয় স্তরে।
অগস্ত্যর বাবা অশ্বিণী কুমার জয়সওয়াল বলেছেন, প্রত্যেক শিশুরই বিশেষ গুণ রয়েছে। তাই বাবা-মা যদি এই বিশেষ গুণাবলীর দিকে ব্যক্তিগত নজর দেন, তাহলে সন্তানেরা নিজস্ব ক্ষেত্রে ইতিহাস গড়তে পারে।
অগস্ত্যর মা জানান, খেলার ছলেই অগস্ত্যকে সবকিছু শিখিয়েছেন তাঁরা। ছোটবেলা থেকেই অগস্ত্যের জানার ইচ্ছে ছিল প্রবল। বাস্তবসম্মত ব্যাখ্যা দিয়ে তার সমস্ত প্রশ্নের উত্তর দিতেন তাঁরা। সব বিষয়ে অনুপ্রেরণা দিতেন তাঁরা। ভাষা রপ্ত করতে শিখিয়েছেন।
অগস্ত্য জানায়, বই পড়ার পাশাপাশি বাবা-মায়ের কাছ থেকেই সমস্ত শিক্ষা পেয়েছে সে। মাস কমিউনিকেশন ও জার্নালিজমে স্নাতক হলেও তাঁর স্বপ্ন ডাক্তার হওয়ার। এবার MBBS পড়তে চায় সে।


