Friday, June 20, 2025
Latestদেশ

মন থেকে অযোধ্যার রায় মেনে নেওয়ার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: ঐতিহাসিক অযোধ্যা রায় ঘোষণার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশবাসীকে ধন্যবাদ জানালেন নমো। অযোধ্যা মামলার রায় দেশের মানুষ মন থেকে গ্রহণ করায় জন্য দেশবাসীকে ধন্যবাদ জানান তিনি।

রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশের প্রধান বিশেষত্ব হল দেশের ঐক্য, শান্তি এবং সুনাম। রাম মন্দির নির্মাণের রায় ঘোষণার পর দেশের মানুষ এটিকে আন্তরিকতা ও শান্তিপূর্ণভাবে এটি গ্রহণ করেছিল।

প্রধানমন্ত্রী বলেন, অযোধ্যার রায় যেভাবে ১৩০ কোটি দেশের মানুষ মেনে নিয়েছেন তাতেই প্রমাণ হয় তাঁরা দেশের স্বার্থ রক্ষায় কতটা তৎপর। দেশে শান্তির আবহাওয়া বজায় রাখার জন্য সকলকে ধন্যবাদ।


মোদী বলেন, এক দিক থেকে দেখলে এত বছরের আইনি লড়াইয়ের শেষ হল অবশেষে। অন্যদিকে বিচারব্যবস্থার প্রতি মানুষের যে সম্মান তাও প্রদর্শিত হয়েছে। সুপ্রিম কোর্টের অযোধ্যা রায়ের পরে, দেশ নতুন আশা নিয়ে নতুন যাত্রা করেছে। তিনি বলেন, আমাদের সভ্যতা, সংস্কৃতি এবং ভাষা বৈচিত্র্যর মধ্যে ঐক্যকে তুলে ধরে।