এবার কর্ণাটকে তৈরি হচ্ছে ১২৫ ফুটের মাতা কাবেরীর মূর্তি
বেঙ্গালুরু: শুধু বিজেপিই নয়, পিছিয়ে নেই বিরোধীরাও। এবার কর্ণাটকের কংগ্রেস-জেডিএস জোট সরকার মাইসোরের কাছে তৈরী করতে চলেছে মাতা কাবেরীর সুবিশাল মূর্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি উন্মোচন করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। এবার সেই পথ অনুসরণ করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। খুব শ্রীঘ্রই কর্ণাটকে তৈরি হচ্ছে ১২৫ ফুটের মাতা কাবেরীর মূর্তি।
জানা গিয়েছে, কাবেরী নদীর ওপরে তৈরি মাইসোরের অদূরে কৃষ্ণ রাজা সাগর বাঁধের ওপরে মাতা কাবেরীর মূর্তি বসানো হবে। মাণ্ডিয়া জেলার এই স্থানে মূর্তি বসানোর প্রস্তাব কর্ণাটক সরকারই দিয়েছে। একইসঙ্গে সেখানে সংগ্রহশালা হবে। দুটি কাঁচের টাওয়ার হবে ৩৬০ ফুটের। যা দিয়ে বাঁধের এলাকা দেখার সুযোগ পাবেন পর্যটকরা। এই এলাকায় পর্যটনের উন্নতি সাধনেই এই প্রকল্পের প্রস্তাব দেওয়া হয়েছে বলে সরকার সূত্রে খবর। সবমিলিয়ে এই প্রকল্পের খরচ পড়বে ১২০০ কোটি টাকা।
Karnataka government has proposed to erect a 125 feet statute of Mother Cauvery at the Krishna Raja Sagar reservoir in Mandya district. The government has also proposed to build a museum complex, 2 glass towers measuring 360 feet providing a bird’s eye view of KRS reservoir, 1/3 pic.twitter.com/f2eqkICgCl
— ANI (@ANI) 15 November 2018
কর্ণাটকের জলসম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী ডিকে শিবকুমার বলেছেন, জলাধারের পাশে আর একটি লেক তৈরি হবে। সেখানে এই স্থাপত্য গড়ে উঠবে। সংগ্রহশালার একেবারে ওপরে মূর্তিতি রাখা হবে। তিনি বলেন, এটাকে শুধু মূর্তি বললে ভুল হবে। এটাকে সৌধ বলা যেতে পারে। এটি রাজ্যের বড় পর্যটন আকর্ষণ হয়ে উঠবে বলেও দাবি করেন তিনি।
It is not exactly a statue, it will be like a tower. The land already belongs to the govt and we will be inviting investors to invest in it, no govt money will be used. It will be a tourist destination: Karnataka Minister DK Shivakumar on the proposed statue of Mother Cauvery pic.twitter.com/imnhhm0iy4
— ANI (@ANI) 15 November 2018
এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রীর এই মাতা কাবেরীর মূর্তি নির্মাণ নিয়ে ইতিমধ্যেই সমালোচনা তুঙ্গে। ক্ষমতায় আসার আগে রাজ্যের সার্বিক উন্নয়নের লক্ষে রীতিমতো ফলাও করে প্রচার করেছিলেন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। সেই প্রচারে ছিল একগুচ্ছ প্রতিশ্রুতি। শুরুতেই ছিল, কর্ণাটকের মসনদে বসার পর প্রথমেই রাজ্যের কৃষকদের ঋণ মকুব করা হবে। ক্ষমতায় আসার পর বেশ কয়েক মাস কেটেছে। এখনও কৃষকদের কথা ভেবেও দেখেনি সরকার।