Monday, November 17, 2025
বিনোদন

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন টলিপাড়ার ১২০ জন কলাকুশলী

কলকাতা: তৃণমূলের চোখ রাঙানি ও শাসানি উপেক্ষা করে শনিবার স্বাধীনতা দিবসের দিনেই টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানের ১২০ জন কলাকুশলী বিজেপি সমর্থিত বঙ্গীয় চলচ্চিত্র সংস্কৃতি সংঘ বা বিসিএসএসতে যোগ দিলেন। যার ফলে বাংলা ফিল্ম ইন্ড্রাস্ট্রিতে বিজেপির পাল্লা ভারী হল।

বিসিএসএস-এর তরফে বলা হয়েছে, আগামী দিনে আরও কলাকুশলী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করবে। বিজেপি কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা, দক্ষিণ কলকাতার বিজেপি জেলা সভাপতি সোমনাথ বন্দোপাধ্যায় ও বিজেপি নেত্রী তথা টলিউডের নায়িকা কাঞ্চনা মৈত্রের উপস্থিতিতে বিসিএসএস-এর সাধারণ সম্পাদক মিলন ভৌমিক কলাকুশলীদের হাতে দলীয় পতাকা তুলে দেন।

পাশাপাশি, ৯৫ নম্বর ওয়ার্ডের স্থানীয় বিজেপি নেতা দিলীপ চন্দের উদ্যোগে তৃণমূল ও সিপিএম ছেড়ে প্রায় ৫০ জন বিজেপিতে যোগদান করেন। বিসিএসএস-এর সাধারণ সম্পাদক মিলন ভৌমিক বলেন, তৃণমূলে ভাঙ্গন ধরাতে পেরেছে বিসিএসএস। আমরা আশা রাখছি, জেলা সভাপতি সোমনাথ বন্দোপাধ্যায়ের হাত ধরে আরও ২৫০০ থেকে ৩০০০ কলাকুশলী বিজেপিতে যোগ দেবেন।

বিজেপি যোগ দেওয়া এই সমস্ত কলাকুশলীদের অভিযোগ, যোগদান পর্বে তৃণমূল তাঁদের বাধা দিেয়ছে। কিন্তু তাঁরা সেসব পরোয়া করেননি। এই বিপুল সংখ্যক কলাকুশলীর দলবদলে টলিউড ইন্ডাস্ট্রিতে সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল।