Thursday, June 19, 2025
Latestদেশ

দগদগে ২৬/১১ জঙ্গিহানার ১১ বছর, শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি

নয়াদিল্লি: অভিশপ্ত ২০০৮ সালের ২৬ নভেম্বর। পাকিস্তান থেকে জলপথে সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-এ-তৈবার ১২ জঙ্গি আত্মঘাতী হামলা চালায়। তারিখ শুরু হওয়া ধ্বংসলীলা শেষ হয়েছিল তিন দিন পরে ২৯ নভেম্বর। ৯ বারের আক্রমণে গুরুতর আহত হয়েছিলেন ৩০০-রও বেশি মানুষ। মারা গিয়েছিলেন ১৬৪ জন।

সেদিন বীরের মতো লড়েছিলেন যুগ্ম কমিশনার হেমন্ত কারকারে, অ্যাডিশনাল কমিশনার অশোক কামতে, সিনিয়র ইন্সপেক্টর বিজয় সালাসকর, শশাঙ্ক শিন্ডে, মেজর সন্দীপ উন্নিকৃৃষ্ণণ, কনস্টেবল গজেন্দ্র নাথ বিস্ত। প্রাণের বিনিময়ে তাঁরা রক্ষা করেছিলেন মুম্বাই শহর তথা গোটা দেশকে। আজ, ২৬ নভেম্বর, মঙ্গলবার সেই অভিশপ্ত হামলার ১১ বছর। দেশবাসীকে সেকথা, শহিদদের কথা স্মরণ করিয়ে টুইটে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ।

টুইট বার্তায় রাষ্ট্রপতি লিখেছেন, মুম্বাই সন্ত্রাসবাদী হামলার ১১তম বর্ষপূর্তিতে সব স্বজনহারা পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।


উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইড়ু লিখেছেন, ২৬/১১ নাশকতায় শহিদ নিরাপত্তা বাহিনীর কর্মীদের বীরত্ব ও দেশের প্রতি তাঁদের নিষ্ঠাকে কুর্নিশ জানাই। শ্রদ্ধা জানাই সেই সব মানুষকে যাঁরা এই ভয়াবহ হামলায় প্রাণ হারিয়েছিলেন। সমবেদনা জানাই স্বজনহারা পরিবার-পরিজনদের।