Thursday, September 19, 2024
রাজ্য​

গঙ্গারামপুরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন শতাধিক কর্মী

গঙ্গারামপুর: ফের ভাঙন তৃণমূল কংগ্রেসে। এবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন শতাধিক কর্মী। প্রত্যেকেই বেলবারি ১ নম্বর পঞ্চায়েতের গুড়িয়া পাড়ার বাসিন্দা। গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই তাঁরা বিজেপিতে যোগ দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। ওই এলাকায় দীর্ঘদিন ধরেই গোষ্ঠীদ্বন্দ্ব লেগেছিল। তার মাশুল গুণতে হল রাজ্যের শাসক দল তৃণমূলকে।

দলত্যাগীদের অভিযোগ, এলাকার অনেকেই সরকারি প্রকল্পের কোনও সুবিধা পেতেন না। তার উপর পঞ্চায়েত ভোটের সময় গুড়িয়া পাড়ার কিছু বাসিন্দার ভোট নাকি অন্য কেউ দিয়ে দেয়। তাই ক্ষোভে তাঁরা এদিন তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা বিজেপি সহ সভাপতি প্রদীপ কুমার সরকার ও ব্লক সভাপতি সনাতন কর্মকার।

এই প্রসঙ্গে প্রদীপ কুমার সরকার বলেন, লোকসভা ভোটোর আগে বিজেপির ক্ষমতা বাড়ল এই যোগদানের ফলে। পঞ্চায়েতে প্রাথমিক ধাক্কা দেওয়া গেছে তৃণমূলকে। এবার সব জায়গায় মানুষের যা সাড়া পাচ্ছি তাতে মনে হচ্ছে বালুরঘাট লোকসভা আমরাই দখল করব।

সদ্য তৃণমূল থেকে আসা পতিত তরফদার বলেন, তৃণমূলে আমরা কোনওরকম সুযোগ-সুবিধা পেতাম না। বরং ভোটের সময় স্থানীয় কিছু তৃণমূল কর্মী আমাদেরকে ভয় দেখাত। কিছু বললে কিংবা ভোট দিতে গেলে মারধর করত। এমনকি আমাদের ভোট দেওয়ার অধিকার থেকেও তাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছিল। তার জবাব দিতেই বিজেপিতে যোগ দিলাম। পদ্ম শিবিরে যোগদান করতে পেরে আমরা খুব খুশি।