Tuesday, March 25, 2025
রাজ্য​

ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন শতাধিক কর্মী

কাঁথি: ভোটের আগে ফের ধাক্কা খেল রাজ্যের শাসকদল তৃণমূল। পূর্ব মেদিনীপুরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন শতাধিক তৃণমূল সমর্থক। তৃণমূলত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দেন কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস সামন্ত ও কাঁথি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তপন মাইতি।

তপন মাইতি বলেন, এ দিন কাঁথিতে বিজেপির দলীয় কার্যালয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে রামনগর-১ ব্লকের ও পশ্চিম মন্ডলের পদিমা-১ গ্রাম পঞ্চায়েতের চাঁপাবনি গ্রামের সিতাংশু আদকের নেতৃত্বে তৃণমূল ছেড়ে প্রায় ১০০ জন বিজেপিতে যোগ দিয়েছেন।

ভোটের আর মাত্র দু’সপ্তাহ বাকী রয়েছে, তাই প্রচারে থেমে নেই রাজনৈতিক দলগুলো। বীরভূমে গরুর গাড়িতে চড়ে প্রচার দুধকুমার, ই-রিকশাতে শতাব্দী। রাজনীতির মারপ্যাঁচে রঙিন হয়ে উঠতে শুরু করল রাজ্যের নানা প্রান্ত।

প্রসঙ্গত, এবার লোকসভা ভোটে এ রাজ্যে ৭ দফায় ভোটগ্রহণ করা হবে। ১১ এপ্রিল প্রথম দফায় ভোট। শেষ দফায় ভোট ১৯ মে। ভোটের ফল জানা যাবে ২৩ মে।