১০টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক মিশে হচ্ছে নতুন চারটি ব্যাঙ্ক
নয়াদিল্লি: ২৭টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ১২টিতে একীভূত হয়ে যাচ্ছে। এর মধ্যে ১০টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক চারটিতে মিশে যাচ্ছে। শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন।
অর্থমন্ত্রী জানিয়েছেন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ওরিয়েন্টাল ব্যাঙ্ক ও ইউনাইটেড ব্যাঙ্ক একীভূত হচ্ছে। অন্যদিকে ইউনিয়ন ব্যাঙ্ক, অন্ধ্র ব্যাঙ্ক ও কর্পোরেশন ব্যাঙ্ক এক হয়ে যাচ্ছে।
এদিকে, এলাহাবাদ ব্যাংকের সঙ্গে সংযুক্ত হচ্ছে ইন্ডিয়ান ব্যাঙ্ক। কানাড়া ব্যাঙ্ক ও সিন্ডিকেট ব্যাঙ্ক একীভূত হচ্ছে। অর্থমন্ত্রীর দাবি, একীভূত করার ফলে আন্তর্জাতিক বাজারে ব্যাঙ্কগুলো উপস্থিতি আরও বাড়বে।
অর্থসচিব রাজীব কুমার জানিয়েছেন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ওরিয়েন্টাল ব্যাঙ্ক ও ইউনাইটেড ব্যাঙ্কের মোট মূলধন ১৭.৫ লাখ কোটি টাকা। ইউনিয়ন ব্যাঙ্ক, অন্ধ্র ব্যাঙ্ক ও কর্পোরেশন ব্যাঙ্কের ব্যবসায়িক লেনদেনের পরিমাণ ১৪.৬ লাখ টাকা। এলাহাবাদ ব্যাঙ্ক ও ইন্ডিয়ান ব্যাঙ্কের মোট ব্যবসার পরিমাণ ৮.৮ লাখ টাকা।