Tuesday, March 25, 2025
দেশ

বিজেপিতে যোগ দিলেন সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টের ১০ বিধায়ক

গ্যাংটক: এবার সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টের (এসডিএফ) ১০ জন বিধায়ক যোগ দিলেন বিজেপিতে। এর ফলে এসডিএফের বিধায়ক সংখ্যা ১৫ থেকে কমে দাড়ালো ৫ এবং বিজেপি রাজ্যের দ্বিতীয় বৃহত্তম দলের মর্যাদা পেয়ে গেল।

মঙ্গলবার দিল্লিতে বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা ও অন্যতম সাধারণ সম্পাদক রাম মাধবের উপস্থিতিতে এই ১০ বিধায়ক বিজেপিতে যোগ দেন।


সিকিমই উত্তর-পূর্ব ভারতের একমাত্র রাজ্য যেখানে বিজেপি সাম্রাজ্য বিস্তার করতে এখনও ব্যর্থ। তবে এদিনের যোগদানে বিজেপি শূন্য থেকে ১০ বিধায়কে পৌঁছে গিয়েছে রাতারাতি। তাই এখন যা অবস্থা তাতে বিজেপি সিকিমেও দান উল্টে দিতে পারে যেকোনও সময়।

৩২ আসন বিশিষ্ট সিকিম বিধানসভায় ২০১৯ সালের নির্বাচনে সিকিম ক্রান্তিকারী মোর্চা ১৭টি আসন পায়। এসডিএফ পেয়েছিল ১৫টি আসন। বিজেপি শূন্য। তবে এদিনের যোগদানের পর বিজেপি ১০টি ও এসডিএফের পাঁচটি আসন রইল রাজ্য বিধানসভায়।