Sunday, June 22, 2025
Latestদেশ

একজন জওয়ান শহিদ হলে ১০ জন শত্রুকে খতম করা হবে: অমিত শাহ

মুম্বাই: আগামী ২১ অক্টোবর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। তার আগে বৃহস্পতিবার মহারাষ্ট্রে নির্বাচনী প্রচারে গিয়ে হুঁশিয়ারি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, একজন ভারতীয় সেনা জওয়ান শহিদ হলে ১০ জন শত্রুকে মারব। পাশাপাশি, জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ বাতিল করার যে সিদ্ধান্ত নিয়েছে এনডিএ সরকার, সেই পদক্ষেপের বিরোধিতা করায় কংগ্রেস এবং জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করার মতো ‘ঐতিহাসিক সিদ্ধান্ত’ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করে অমিত শাহ জানান, প্রধানমন্ত্রীই জাতীয় সুরক্ষা নিশ্চিত করেছেন। মহারাষ্ট্রের সাঙ্গলির একটি সমাবেশে অমিত শাহ বলেন, রাহুল গান্ধী, শরদ পাওয়ারের উচিৎ স্পষ্ট করে জানানো যে তাঁরা ৩৭০ ধারা বাতিল করার পক্ষে নাকি বিপক্ষে।

পুলওয়ামার সন্ত্রাসবাদী হামলার পাল্টা জবাবে বালাকোটে বিমান হামলার কথা উল্লেখ করে অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নজরদারিতে ভারতের জাতীয় সুরক্ষাব্যবস্থা জোরদার হয়েছে এবং গোটা বিশ্ব এখন জানে, একজন ভারতীয় জওয়ান শহিদ হলে ১০ জন শত্রু মারা যাবে। অমিত শাহ শরদ পাওয়ারের কাছে জানতে চাই, পূর্ববর্তী কংগ্রেস-এনসিপি জোট সরকার মহারাষ্ট্রে কী কী কাজ করেছে।

৩৭০ ধারা বাতিল ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের অধিকাংশ দেশ এই বিষয়ে ভারতকে সমর্থন করলেও কংগ্রেস ও এনসিপি এর তীব্র বিরোধিতা করছে কেন? এপ্রসঙ্গে তিনি বলেন, জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করার প্রস্তাব দিয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু এর তীব্র বিরোধিতা করে কংগ্রেস ও এনসিপি। আমি চাই রাহুল গান্ধী ও শরদ পাওয়ার মহারাষ্ট্রের মানুষকে জবাব দিন, কেন তাঁরা ৩৭০ ধারা বাতিলের বিপক্ষে?