মমতার গাড়ির সামনে ‘জয় শ্রী রাম’ বলায় গ্রেফতার ১০
ভাটপাড়া: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় লক্ষ্য করে ‘জয় শ্রী রাম’ স্লোগান দেওয়ায় দশজনকে আটক করল পুলিশ। মুখ্যমন্ত্রীর কনভয় আটকানোর আভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ। এরপর রাতভর তল্লাশি চালিয়ে নৈহাটি থেকে ১০ জনকে আটক করল পুলিশ।
বৃহস্পতিবার ভাটপাড়ায় মমতার গাড়ির সামনে ‘জয় শ্রী রাম’ স্লোগান দেয় একদল যুবক। আর তা শুনেই মেজাজ হারান মুখ্যমন্ত্রী। এমনকি গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের দিকে ধেয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী উত্তেজিত গলায় বলেন, গুণ্ডামি এখানে হবে না। বেঁচে আছো আমাদের জন্য। কালকে বলে দিলে এক সেকেন্ডে বেরিয়ে যাবে। কোন দাদা, কোন মস্তান এসে বাঁচায় দেখব।
The sound of “Jai Shree Ram” is resonating throughout Paschim Banga. Is it possible for the CM-Mamata Banerjee to rudely stifle the voice of people?
Just hear her public lashing and make a note of the language used… pic.twitter.com/Mdzh7CqjzP— Dilip Ghosh (@DilipGhoshBJP) May 30, 2019
এরপরেই কয়েক পা হাঁটতে শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তেজিত গলায় বলতে থাকেন, কিছু বলি না বলে পেয়ে বসেছে। গাড়ির উপর হামলা! ক্রিমিনালের দল! মেরে চামড়া গুটিয়ে দেব। পাশে থাকা এক সরকারি আধিকারিককে নির্দেশ দিয়ে মমতাকে বলতে শোনা যায়, এই দিলীপ, এখানে যে ছেলেগুলো ছিল, নামগুলো নাও তো! এরপর ফের বলতে থাকেন, বাংলাকে গুজরাট হতে দেব না। বাংলা ইজ নট গুজরাট।
প্রসঙ্গত, লোকসভা ভোট মরশুমে মেদিনীপুরে ভোট প্রচারে যাওয়ার সময় একইভাবে মুখ্যমন্ত্রীকে দেখে ‘জয় শ্রী রাম’ স্লোগান দেয় একদল যুবক। সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল এবার ভাটপাড়ায়। সেবারেও ‘জয় শ্রী রাম’ স্লোগান দেওয়ার জন্য কয়েকজনকে গ্রেফতার করেছিল পুলিশ।