শ্রীনগরে গ্রেনেড হামলায় নিহত ১, জখম ১৫ জন
শ্রীনগর: ফের নাশকতার ঘটনা ঘটল উপত্যকায়। শ্রীনগরের লালচকের কাছে একটি বাজারে গ্রেনেড বিস্ফোরণে নিহত ১ এবং অন্তত ১৫ জন জখম হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে। বিস্ফোরণের সময় বাজারে কেনাকাটার ভিড় ছিল।
এই নিয়ে গত এক সপ্তাহে দু’বার জঙ্গি হামলার ঘটনা ঘটল জম্মু ও কাশ্মীরে। এর আগে গত ২৮ অক্টোবর উত্তর কাশ্মীরের সোপরে হামলা চালিয়েছিল জঙ্গিরা। সেই হামলায় জখম হন অন্তত ২০ জন। ওই হামলার এক সপ্তাহের মধ্যেই ফের আজকের হামলা। তবে কারা এই হামলা চালিয়েছে, জানা যায়নি। কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠী এই নাশকতার দায় এখনও স্বীকার করেনি।
#CCTV The moment when terrorists threw a grenade in a market on Maulana Azad road in Srinagar earlier today. 15 people were injured in the attack. #JammuAndKashmir pic.twitter.com/V0Hy0OTICi
— ANI (@ANI) November 4, 2019
প্রসঙ্গত, গত ৫ আগস্ট ৩৭০ ধারা বাতিল করে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়া হয়। প্রায় তিন মাস পর গত ৩১ অক্টোবর থেকে কার্যকর হয়েছে জম্মু-কাশ্মীর বিভাজন বিল। জম্মু কাশ্মীর এবং লাদাখ আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়েছে। এর মধ্যেই ফের হামলা চালাল জঙ্গিরা। গত তিন মাসে এই নিয়ে প্রায় ৩ টি গ্রেনেড বিস্ফোরণ হল জম্মু-কাশ্মীরে।