Friday, March 29, 2024
ব্লগ

সুরের কী সত্যি মৃত্যু হয়?

সুরের কী সত্যি মৃত্যু হয়?
-শর্মিলা সিং

সুর, তাল আজ হারালো মাকে আচ্ছা!
সত্যিই কী সুরের মৃত্যু হয়? মা তুমি তো গেলে কিন্তু রেখে গেলে তোমার গানের ডালি।

মন মানতে চেয়েও আজ মানতে নারাজ।
সুরের কী সত্যি মৃত্যু হয়?

যে সুর দেশ মাতালো,
যে সুর গানের মর্ম চেনালো,
সেই সুরে আজ হারিয়ে গেল।

কাল্পনিক জগতের শত তাঁরার মত সেও হয়ে উঠল তাঁরা পার্থক্য একটাই,
আগে তিনি ছিলেন ইহলোকের নক্ষত্র কিন্তু,
আজ তিনি পরলোকের নক্ষত্র হয়ে উঠলেন।
তবে নক্ষত্র সর্বদাই নক্ষত্র থেকে দেখা যায়

আর সুরের কখনও মৃত্যু হয় না,
আপনি ছিলেন, আছেন, থাকবেন।
শুধু এক অন্যতম শ্রেষ্ঠতম সুরের প্রাণের মৃত্যু হল আজ।
তাই আজ ইহলোকে শোকের ছায়া কিন্তু, আপনার এই সুর এই শোকের ছায়া কাটিয়ে তুলবে।
ভালো থাকবেন সুরের সম্রাজ্ঞী..

কন্ঠে: সুলক্ষণা চ্যাটার্জী (Sulakshana Chatterjee)

#Lata_Mangeshkar #বাংলা_কবিতা_আবৃত্তি #Kobita_Abritti #লতা_মঙ্গেশকর