Saturday, April 20, 2024
কলকাতা

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির কলকাতায়, চার্চের সামনে গীতা বিতরণ করল একদল যুবক

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আজ বড়দিন। আলোর মালায় সেজে উঠেছে শহরের অলিগলি। চারিদিকে আলোর রোশনাই। করোনার জন্য উৎসবের আমেজ কিছুটা হলেও ফিকে হয়ে গেছে। তবুও রাস্তায় মানুষজনের ঢল নেমেছে। করোনা বিধি মেনে চলছে বড়দিন উদযাপন। বড়দিনে কলকাতায় সম্প্রীতির অনন্য নজির দেখা গেল। চার্চের সামনে একদল যুবক গীতা বিতরণ করলেন। গীতার মাহাত্ম্য সকলের মধ্যে ছড়িয়ে দিতেই তাঁদের এই উদ্যোগ বলে জানান ওই যুবকরা।

কলকাতার সেন্ট জন চার্চের সামনে গীতা বিতরণ করেন তাঁরা। শিয়ালদহ স্টেশনের সামনেও গীতা বিতরণ করেন তাঁরা। মানুষ জনের হাতে গীতা তুলে দেন ওই যুবকরা। মানুষজন নিজেকে এগিয়ে এসেও গীতা হাতে তুলে নেন বলেও জানান তাঁরা।

দোকানদারদের হাতে গীতা তুলে দিচ্ছেন যুবকরা

ওই যুবকরা জানান, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কাছে গীতা বিতরণ করেন তাঁরা। ভিন্ন ধর্মের অনেকেই এগিয়ে এসে হাতে গীতা তুলে নেন বলেও জানান তাঁরা।

ওই যুবকরা জানান, সকলের মধ্যে গীতার মাহাত্ম ছড়িয়ে দেওয়ার জন্যই গীতা বিতরণ করেন তাঁরা। ভবিষ্যতেও তাঁরা এভাবে গীতা বিতরণ করবেন বলে জানান।

জানা গেছে, ওই যুবকের বাড়ি কলকাতায়। তাঁদের গীতা বিতরণের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নেটিজেনরা তাদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।