Wednesday, April 24, 2024
দেশ

সম্পর্ক সঠিক পথে, ভারতের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে প্রস্তুত চিন: চীনা প্রেসিডেন্ট

বেজিং: ব্রিকস সম্মলনে ফাঁকে আজ মঙ্গলবার চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।করমর্দন করেন পরস্পরের সঙ্গে। সেখানে করমর্দনের সময় তাঁদের মুখে ছিল চওড়া হাসি।

দ্বিপাক্ষিক বৈঠকে চিন-ভারত সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার বার্তা দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানিয়েছেন, ভারতের সঙ্গে একযোগে হাত মিলিয়ে কাজ করতে প্রস্তুত চিন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিকস সম্মেলনের সাফল্যের জন্য ধন্যবাদ জানান জিনপিং-কে। মোদী বলেন, ভারত ও চিন একে অপরের প্রতিবেশী। এই দুই দেশই বিশ্বের অন্যতম শক্তিশালি দেশ। ভারত ও চিন পরস্পর পরস্পরের প্রতিস্পর্ধ্বী নয় বলেও জানান মোদী। ভারত ও চিনের মধ্যে ভাল সম্পর্ক গড়ে উঠুক, তা দুই দেশের মানুষই তা আশা করেন বলেও মন্তব্য করেন তিনি।

ব্রিকস সম্মেলন ২০১৭

জিনপিং আরও জানান, ১৯৫৪ সালে স্বাক্ষরিত পঞ্চশীল চুক্তি অনুযায়ী ভারতের সঙ্গে একযোগে হাতে হাত মিলিয়ে কাজ করতে প্রস্তুত চিন।

১৯৫৪ সালের ২৮ এপ্রিল স্বাক্ষরিত পঞ্চশীল নীতির উপর ভিত্তি করে জওহর লাল নেহেরুর পররাষ্ট্রনীতির মূলনীতি গঠিত হয়। এই পঞ্চশীলের পাঁচটি মূলনীতি হলোঃ

১.অখন্ডতা ও সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধা।

২.একে অপরের বিরুদ্ধে অনাক্রমণ।

৩.একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা।

৪.সমতা ও পারস্পরিক সুবিধা।

৫.শান্তিপূর্ণ সহাবস্থান।